For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি পাকিস্তানি, যা করার করে নিন, হুঙ্কার অধীরের

আমি পাকিস্তানি, বিজেপি যা করার করে নিক। ফের সিএএ-র বিরোধিতায় বিজেপিকে নিশানা করে হুঙ্কার কংগ্রেসের সংসদের দলনেতা অধীর চৌধুরীর।

Google Oneindia Bengali News

আমি পাকিস্তানি, বিজেপি যা করার করে নিক। ফের সিএএ-র বিরোধিতায় বিজেপিকে নিশানা করে হুঙ্কার কংগ্রেসের সংসদের দলনেতা অধীর চৌধুরীর। দিল্লিতে রঙ্গবিলা চলছে বলে কটাক্ষ করেছেন তিনি। অধীর অভিযোগ করেছেন যা তাঁরা বলবেন তাই মেনে নিতে হবে দেশবাসীকে নইলে তাঁকে দেশদ্রোহী বলা হবে।

 মোদীকে আক্রমণ অধীরের

মোদীকে আক্রমণ অধীরের

সিএএ-র প্রতিবারে ফের গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। উত্তর ২৪ পরগনার বসিরহাটে সভা করতে গিয়ে বৃহস্পতিবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে অধীর বলেছেন, ভারত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পৈতৃক সম্পত্তি নয়। কোনও ভাবেই সিএএ-কে কংগ্রেস সমর্থন করবে না বলে জানিয়েছেন তিনি। তাই নিজেকে পাকিস্তানি বলে দাবি অধীর বলেছেন বিজেপি যা করার করেনিক ভয় পাই না।

 রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

মোদীর পাশাপাশি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখরকেও আক্রমণ করেছেন অধীর চৌধুরী। রাজ্যপাল অর্ঝুলের লক্ষ্যভেদ নিয়ে যে মন্তব্য করেছিলেন তার সমালোচনা করেছেন অধীর। রাজ্যপাল মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে আক্রমণ করেছেন অধীর। অর্জুনের বাণে যদি পরমাণু থাকে তাহলে তাই নিয়ে এত গবেষণার কী প্রয়োজন ছিল। ধনখরের মতো লোক থাকলে পশ্চিমবঙ্গ এতোদিনে পাঁচটি নোবেল পেয়ে যেত বলে কঠাক্ষ করেছেন অধীর।

 পুলওয়ামা হামলা নিয়ে দাবি

পুলওয়ামা হামলা নিয়ে দাবি

কাশ্মীরের ডিএসপি জঙ্গি যোগে গ্রেফতার হওয়ার পরেই সুর চড়িয়েছিল কংগ্রেস। পুলওয়ামা হামলার নতুন করে তদন্ত দাবি করেছিলেন অধীর চৌধুরী। পুলওয়ামা হামলার পেছনে পাকিস্তান না অন্য কারোর হাত রয়েছে তাই নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতার এই বক্তব্যের পরেই বিজেপি অভিযোগ করেছিল পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস।

English summary
Adhir chowhury says he is pakistani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X