For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কি লোকসভায় শুভেন্দু! নিজেই উস্কে দিলেন জল্পনা

আগামী লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতবে জোড়াফুল। বুধবার বহরমপুরে এমনটাই জানিয়েছেন, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

  • |
Google Oneindia Bengali News

আগামী লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতবে জোড়াফুল। বুধবার বহরমপুরে এমনটাই জানিয়েছেন, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অধীর চৌধুরীকে হারানোর দায়িত্ব তিনি একাই কাঁধে তুলে নিচ্ছেন। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একথা বলায় জল্পনা শুরু হয়েছে, তাহলে কি শুভেন্দু অধিকারী দাঁড়াতে চলেছেন বহরমপুর কেন্দ্র থেকে।

বহরমপুরে চ্যালেঞ্জ শুভেন্দুর

বহরমপুরে চ্যালেঞ্জ শুভেন্দুর

বহরমপুর থেকে অধীর চৌধুরীকে হারানোর চ্যালেঞ্জ নিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সামনের ভোটে বহরমপুর থেকে জিতবে ঘাসফুল।

2

দলের তরফে তিনি মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত। নিজেই জানিয়েছেন, তিনিই অধীর চৌধুরীকে হারানোর দায়িত্ব তুলে নিচ্ছেন। ফলে জল্পনা উঠছে, শুভেন্দুই কি দাঁড়াচ্ছেন বহরমপুর থেকে। মন্ত্রী জানিয়েছেন, দল যা ঠিক করবে, তাই হবে।

অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ

অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ

তৃণমূলের তরফে মুর্শিদাবাদের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর অভিযোগ, ২০১৪-তে দলের ভিতরে থেকেই মান্নান হোসেনকে হারিয়েছিলেন অধীর চৌধুরী। তাঁর আরও অভিযোগ, জেলার পুরনো নেতার বারবার অপমান করেছেন অধীর চৌধুরী। যাঁদের মধ্যে মান্নান হোসেন ছাড়াও রয়েছেন, অতীশ সিনহা, আব্দুস সাত্তার, শঙ্কর পাল।

গণতান্ত্রিকভাবে বদলা নেওয়ার ডাক

গণতান্ত্রিকভাবে বদলা নেওয়ার ডাক

জলপাইপাই রঙের পোশাকের পুলিশই হোক কিংবা হিন্দিভাষী, কেউই অধীর চৌধুরীকে রক্ষা করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, অধীর চৌধুরীকে হারানোর দায়িত্ব তিনি নিজেই কাঁধে তুলে নিচ্ছেন। তৃণমূলের তরফে মান্নান হোসেনের মৃত্যুর বর্ষপূর্তি পালন করতে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

এর আগেও মুর্শিদাবাদে গিয়ে অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ২০১৯-এর আগেই মুর্শিদাবাদ থেকে মুছে যাবে কংগ্রেস। পড়ে থাকবেন শুধু জগাই আর মাধাই। মানে অধীর চৌধুরী আর মনোজ চক্রবর্তী। অধীর চৌধুরীর বিজেপি যাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী।

English summary
Adhir Chowdhury will be lost in the next Loksabha Election from Bahrampur, challenged Subhendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X