For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে সরাসরি চিঠি অভিষেকের, অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে এবার সম্মুখ-সমর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আইনি চিঠি পাঠানোর হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি অবমাননার অভিযোগ এনেছেন।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আইনি চিঠি পাঠানোর হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি অবমাননার অভিযোগ এনেছেন। তাঁর মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী না হলে তিনদিনের মধ্যে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মোদীকে সরাসরি চিঠি অভিষেকের, এবার সম্মুখ-সমর

ডায়মন্ডহারবারের সভায় তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ আনেন খোদ প্রধানমন্ত্রী। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বৈধ চিঠি পাঠানো হয়েছে ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক জানিয়েছেন।

ওইদিন অভিষেকের তোলাবাজির স্বভাব রয়েছে বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, স্বভাব আর যাবে কোথায়। এখন বুয়া আছেন, তাই ভাতিজা লুঠে নিচ্ছেন। এটুকু নিয়ম মেনে চলুন, এমন পরামর্শও দেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি বলেন, এ রাজ্যে আর দিদির কোনও আশা নেই।

নরেন্দ্র মোদীর এহেন অভিযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মোদীজি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, হারলে কান ধরে উঠবোস করব। আর তা না হলে আপনি করবেন। তিনদিনের মধ্যে এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে আইনি নোটিশ পাঠাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন মোদীকে লেখা চিঠিতে অভিষেক বলেন, তাঁর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা এবং অপমানজনক। তাই মোদির বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন। বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই।

English summary
TMC’s youth President Abhishek Banerjee sends letter to Narendra Modi on his controversial and offensive comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X