For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে আইনি নোটিশ অভিষেকের, কী বার্তা দিলেন তাঁর রাজনৈতিক ‘গুরু’কে

‘বিশ্ব-বাংলা’ ও ‘জাগো-বাংলা’র মালিকানা বিতর্ক সামনে এনে অভিষেককে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অভিষেক আইনি নোটিশ পাঠালেন মুকুল রায়কে।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলে অতীত হয়ে মুকুল রায় এখন তোপ দাগতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 'বিশ্ব-বাংলা' ও 'জাগো-বাংলা'র মালিকানা বিতর্ক সামনে এনে অভিষেককে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অভিষেক আইনি নোটিশ পাঠালেন মুকুল রায়কে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ প্রত্যাহারের আর্জি জানালেন অভিষেক। নতুবা তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায়ের বিরুদ্ধে।

মুকুলকে আইনি নোটিশ অভিষেকের, কী বার্তা দিলেন তাঁর রাজনৈতিক ‘গুরু’কে

[আরও পড়ুন:তৃণমূলের 'স্ক্যানার'-এ মুকুল-পুত্র শুভ্রাংশু! ধর্মতলায় অগ্নিপরীক্ষা তাঁর আনুগত্যের][আরও পড়ুন:তৃণমূলের 'স্ক্যানার'-এ মুকুল-পুত্র শুভ্রাংশু! ধর্মতলায় অগ্নিপরীক্ষা তাঁর আনুগত্যের]

আইনি নোটিশে তিনি স্পষ্ট করে দিয়েছেন, 'বিশ্ব বাংলা' হোক বা 'জাগো বাংলা'- কোনও কোম্পানিরই তিনি শেয়ার হোল্ডার নন। মুকুল রায় যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তিনি এসব মন্তব্য করেছেন। তৃণমূল ছেড়ে তিনি যে দলে যোগ দিয়েছেন, তার নেতৃত্বকে খুশি করতেই এই মিথ্যাচার বলে অভিযোগ।

অভিযেক বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকারের 'বিশ্ববাংলা' ব্র্যান্ড ও তৃণমূলের মুখপত্র 'জাগোবাংলা'র প্রকৃত মালিকানা নিয়েই মুকুল রায় যে প্রশ্ন তুলেছেন, তার বিরুদ্ধে তিনি আইনি নোটিশ পাঠাবেন। সেইমতোই এদিন আইনি নোটিশ পাঠিয়ে তিনি মুকুল রায়কে সতর্ক করেন। সাংবাদিক বৈঠক ডেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান।

[আরও পড়ুন:অভিষেক কি সাহস দেখাবেন! মুকুল রায়ের সমকক্ষ হয়ে ওঠার ডাক তৃণমূলীদেরই][আরও পড়ুন:অভিষেক কি সাহস দেখাবেন! মুকুল রায়ের সমকক্ষ হয়ে ওঠার ডাক তৃণমূলীদেরই]

মুকুল রায় বলেছিলেন, যে 'বিশ্ববাংলা' ব্র্যান্ডে দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হল, সেই 'বিশ্ববাংলা' কোনও ব্র্যান্ড নয়, এটা আসলে একটা কোম্পানি। এই কোম্পানির মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন একটা সংস্থা। এরপরই বিতর্ক শুরু হয়। এদিন আইনি নোটিশ দিয়ে অভিষেক দাবি করেন, 'লাভের জন্য তৃণমূলের প্রতীক তিনি কোনওদিনও ব্যবহার করেননি। কোনওদিন করবেনও না।'

English summary
Abhishek Banerjee sends legal notice to Mukul Roy due to Biswa Bangla controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X