For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটের পর সব আবর্জনা সাফ হয়ে যাবে, অভিষেকের তোপ ছদ্মবেশী-পদ্মবেশীদের

অভিষেক একযোগে বিঁধলেন বিজেপি ও সিপিএমকে। তিনি বলেন, ‘বিজেপি আর সিপিএমকে ভোট দেওয়া সমান। পঞ্চায়েত ভোটটা আসতে দিন, তারপর সব আবর্জনা সাফ হয়ে যাবে।’

  • |
Google Oneindia Bengali News

আবারও বিরোধীদের একযোগে তুলোধনা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নিজের নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক একযোগে বিঁধলেন বিজেপি ও সিপিএমকে। তিনি বলেন, 'বিজেপি আর সিপিএমকে ভোট দেওয়া সমান। পঞ্চায়েত ভোটটা আসতে দিন, তারপর সব আবর্জনা সাফ হয়ে যাবে।'

পঞ্চায়েত ভোটের আবর্জনা সাফ হয়ে যাবে, তোপ অভিষেকের

দু-দিন পরেই রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে অভিষেকের তোপ দাগলেন, 'আগে যাঁরা সিপিএম করতেন, তাঁরাই এখন বিজেপিতে নাম লেখাচ্ছেন। কেউ কেউ দিনে সিপিএম ও রাতে বিজেপি করছে। এই তো বিরোধীদের কীর্তি। আগে ছিল ছদ্মবেশী, এখন তারাই হয়েছে পদ্মবেশী। ওসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।'

অভিষেকের কথায়, 'পঞ্চায়েত ভোট হয়ে গেলেই রাজ্য থেকে সমস্ত আবর্জনা ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে। এইসব ছদ্মবেশী বা পদ্মবেশীরা আর থাকবে না এই রাজ্যে। উপনির্বাচনের ফলাফলেই দেখতে পাবেন বিরোধীদের কী হাল হয়। আর তারপর পঞ্চায়েত ভোটে লেখা হবে বিরোধীদের বিদায়বার্তা।'

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। সেই উন্নয়নই আমদের হাতিয়ার। আমরা মানুষের পাশে থেকে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কুৎসা, অপপ্রচার করে আমরা ক্ষমতায় আসিনি। আমরা চাই মানুষের জন্য কাজ করতে। বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁদের পাশে রয়েছে।'

English summary
Abhishek Banerjee attacks BJP and CPM from Diamond Harbor. He says BJP and CPM is same.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X