For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘যারা ঘেউ ঘেউ করে, তারাই তৃণমূলের সম্পদ’! কে বললেন এমন কথা

অনুব্রত মণ্ডলের ঠ্যাং ভেঙে দেওয়া ও চোখ তুলে নেওয়ার হুমকিতে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানও। তিনি বলেন, যারা বেশি কটু কথা বলতে পারবে, তারাই তৃণমূলের সম্পদ।

Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলের ঠ্যাং ভেঙে দেওয়া ও চোখ তুলে নেওয়ার হুমকিতে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানও। তিনি এদিন নাম না করেই বলেন, 'যে যত বেশি কটু কথা বলতে পারবে, খুন করতে পারবে, তারাই তৃণমূলের সম্পদ। যারা সিপিএমের আমলে তৃণমূল কর্মীদের খুন করে দলের পতাকা ধরেছে, তাদেরকে নিয়েই এখন মাথায় তুলে নাচছে তৃণমূল।'

‘যারা ঘেউ ঘেউ করে, তারাই তৃণমূলের সম্পদ’

এ প্রসঙ্গেই তিনি রাস্তার কুকুরের উদাহারণ টেনে আনেন। বলেন, 'রাস্তার কুকুর অনেক ঘেউ ঘেউ করে মানুষকে দেখে, মানুষ কখনও তার উত্তর দেয় না। মানুষ কখনও আশাও করেন না, যে ঘেউ ঘেউ করে, সে কখনও রবীন্দ্রসঙ্গীত গাইবে। এখন তৃণমূল বুঝুক কাজের নিয়ে চলছে ওরা। যাদের নিয়ে চলছে, তারাই খুব কম দিনের মধ্যে শেষ করে দেবে তৃণমূল পার্টিটাকে।'

‘যারা ঘেউ ঘেউ করে, তারাই তৃণমূলের সম্পদ’

উল্লেখ্য, গত বুধবার বীরভূমের শিবপুরে কৃষি জমি রক্ষা কমিটির একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে কংগ্রেসের আবদুল মান্নান ও সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আটকে দেয় পুলিশ। সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কমিটির সদস্যদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বাধে। উভয়েরই বেশ কয়েকজন জখম হন।

[আরও পড়ুন :মমতার দেওয়া অক্সিজেনেই 'অণু' থেকে 'হনু' হয়েছেন 'কেষ্টা'! কে হানলেন এমন বাণ][আরও পড়ুন :মমতার দেওয়া অক্সিজেনেই 'অণু' থেকে 'হনু' হয়েছেন 'কেষ্টা'! কে হানলেন এমন বাণ]

তারপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুব্রতর মণ্ডল হুঙ্কার ছাড়েন কংগ্রসের মান্নান হোক, আর সিপিএমের যত বড় লিডার, মেরে হাত-পা ভেঙে দেব। দেখে নেব কে আমায় আটকায়। এখাবে উন্নয়ন হচ্ছে, কারও নোংরামো বরদাস্ত করব না। তারপর শনিবার অনুব্রত বিরোধীদের চোখ তুলে নেওয়ার নিদান দেন। সে প্রসঙ্গেই বিরোধী দলনেতা নাম না কেরই বার্তা দিলেন তৃণমূলকে।

English summary
CPM MP Mahammad Selim criticizes to CM Mamata Banerjee due to Anubrata Mandal’s provocative comments.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X