For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় সদস্যপদ সংগ্রহ শুরু করল আপ, পঞ্চায়েত নির্বাচনের আগে পরিকল্পনা সাফ

বাংলায় সদস্যপদ সংগ্রহ শুরু করল আপ, পঞ্চায়েত নির্বাচনের আগে পরিকল্পনা সাফ

Google Oneindia Bengali News

এবার বাংলায় বিস্তার লাভের চেষ্টা করছে দিল্লির আম আদমি পার্টি। বাংলার পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগনোর পরিকল্পনা করেছে তারা। পঞ্চায়েত ভোটের আগে দলের সদস্য সংখ্যা বৃদ্ধিতে জোর দিয়েছে তারা। সেজন্য নতুন এক পন্থাও তারা গ্রহণ করেছে।

পঞ্চায়েত ভোটের আগে সদস্য সংগ্রহ আপের

পঞ্চায়েত ভোটের আগে সদস্য সংগ্রহ আপের

সম্প্রতি মোদী রাজ্যে ঘাঁটি গেড়েছিল আম আদমি পার্টি। সেখানে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ফারাক তৈরি করে দিয়েছিল তারা। এবার মমতার রাজ্যেও নির্বাচনে লড়ার পরিকল্পনার পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে দলের সদস্য সংখ্যা বাড়াতে শুরু করেছে অভিযান।

আম আদমি পার্টিতে যোগদানের আর্জি

আম আদমি পার্টিতে যোগদানের আর্জি

কালচিনি ব্লকজুড়ে ক্যাম্প করে দলের সদস্যপদ বিলির আয়োজন করেছে তারা। দলের সদস্যপদ নিতে বা দলে যোগদান করার আর্জি জানিয়ে প্রচার চালাচ্ছেন কালচিনি ব্লকের আম আদমি পার্টির কার্যকর্তারা। মঙ্গলবার কালচিনি চৌপথি এলাকায় ক্যাম্প করে এলাকাবাসীদের কাছে আম আদমি পার্টিতে যোগদানের আর্জি জানানো হয়।

লিফলেট বিলি করে পার্টির প্রচার আপের

লিফলেট বিলি করে পার্টির প্রচার আপের

শুধু এলাকাবাসীদের উদ্দেশেই তাঁরা আর্জি জানাচ্ছেন না, পথচলতি মানুষদেরও তাঁরা বোঝচ্ছেন। কেন তাদের দলে যোগ দেওয়া প্রয়োজন, তার বোঝাচ্ছেন আম আদমি পার্টি নেতারা। এমনকী লিফলেট বিলি করা হয় তাঁদের পক্ষ থেকে। লিফলেট বিলি করে পার্টির অ্যাজেন্ডা জানান তাঁরা।

যেখানে কর্মী, সেখানেই প্রার্থী আপের

যেখানে কর্মী, সেখানেই প্রার্থী আপের

দলের মাইনোরিটি সেলের সভাপতি সাব্বির আনসারি জানান, "বর্তমানে কালচিনি ব্লকে আমাদের সদস্য সংখ্যা ২০ জন। আমরা আশা করছি তা উত্তরোত্তর বাড়বে। সামনেই পঞ্চায়েত ভোট। আর এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। যে সকল অঞ্চলে আমাদের কর্মী থাকবে, সেখানেই আমরা নিজেদের প্রার্থী দেব।"

বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু

বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু

উল্লেখ্য, দিল্লির পর পাঞ্জাবে শাসন কায়েম করেছে আম আদমি পার্টি। তারপর উত্তরের বহু রাজ্যেই তাঁরা ইউনিট্ গড়েছে। পশ্চিম ভারতের গোয়া বিধানসভা নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাঞ্জাব জয়ের পরই তারা টার্গেট করেছিল বাংলাকে। বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল।

দক্ষিণ দিনাজপুরে অগ্রগণ্য আপ

দক্ষিণ দিনাজপুরে অগ্রগণ্য আপ

এবার তারা পঞ্চায়েত নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে দলের বিস্তারে জোর দিয়েছে। সম্প্রতি আপ জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে তারা। ১৮ থেকে ১৯টি জেলায় কমিটি গঠনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তারা। ডিসেম্বরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা কমিটি গঠন করেছিল। জেলায় দুটি ব্লক কমিটিও গঠন করা হয়েছিল।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত

দক্ষিণ দিনাজপুর জেলাতে সবার আগে জেলা কমিটি ও ব্লক কমিটি গঠন করার পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তাবও পাঠানো হয়। এখন আলিপুরদুয়ারেও কমিটি তৈরির কাজ চলছে। সেখানে সদস্যপদ সংগ্রহ করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সাফ জানিয়েছে দিয়েছে, তারা এই জেলায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত।

পুলিশের চোখকে ফাঁকি দিয়েই গঙ্গা আরোতি করলেন সুকান্ত! নতুন করে উত্তেজনা বাবুঘাটে পুলিশের চোখকে ফাঁকি দিয়েই গঙ্গা আরোতি করলেন সুকান্ত! নতুন করে উত্তেজনা বাবুঘাটে

English summary
AAP collect membership in Alipurduar before Panchayat Election of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X