For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক মস্তিষ্কে শান্তি ও যুদ্ধ, দুর্গোৎসব মিশবে কৃষ্ণসাগরের যুদ্ধের সঙ্গে

এক মস্তিষ্কে শান্তি ও যুদ্ধ, দুর্গোৎসব মিশবে কৃষ্ণসাগরের যুদ্ধের সঙ্গে

Google Oneindia Bengali News

প্রায় পাঁচ মাস হতে চলল, নাগাড়ে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। হয়তো যুদ্ধের তিব্রতা এখন অনেক কম তবু যুদ্ধের আগুন এখনও ধিকি ধিকি জ্বলছে। আর সেই ঘটনাকেই মণ্ডপে ফুটিয়ে তুলতে চাইছে দুর্গা পুজো কমিটি। তবে এর সঙ্গে তারা মিশিয়েছেন বাংলার দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি পাওয়াকে। আর থিমের তারা নাম দিয়েছেন অসমাপ্ত।

এক মস্তিষ্কে শান্তি ও যুদ্ধ, দুর্গোৎসব মিশবে কৃষ্ণসাগরের যুদ্ধের সঙ্গে

তারা এই থিমের নাম দিয়েছেন অসমাপ্ত। কিন্তু কেন ? আর কীভাবেই বা মিশতে পারে দুটো বিষয়। জানা গিয়েছে শিল্পী এখানে মানুষের মস্তিষ্ক প্রসূত বিষয়টিকে দেখাতে চেয়েছেন। শিল্পী বলছেন। মানুষের মস্তিস্ক একটাই। সেই মস্তিস্কের এক প্রান্ত থেকে বেরোচ্ছে যুদ্ধের ভাবনা। রক্ত নিয়ে খেলার ভাবনা। আর অপরদিকে দেখা যাচ্ছে সেই মানুষের মস্তিষ্কের আর এক প্রান্ত থেকে বেরোচ্ছে এমন এক আনন্দের বার্তা তা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ছে।

এক মস্তিষ্কে শান্তি ও যুদ্ধ, দুর্গোৎসব মিশবে কৃষ্ণসাগরের যুদ্ধের সঙ্গে

আর সেটা হল বাংলায় আনন্দময়ী মা দুর্গা পুজো এবং তাঁকে ঘিরে উৎসব। আর একদিকে যুদ্ধ যেন অসমাপ্ত হয়ে আছে তেমন দুর্গার পুজোর আনন্দ আদি অনন্ত অসমাপ্ত। তা বছরের পর বছর একই থাকে। আর এভাবেই পৃথিবীর দুই প্রান্তের দুই ঘটনাকে এক মঞ্চে আনিয়েছেন তাঁরা। সম্প্রতি পুজোর খুঁটি পুজো হয়ে গেল। ৩৯ তম বছপরে তাঁদের এই বিষয়কে ফুটিয়ে তুলছেন শিল্পী অভিজিৎ গণ। কেষ্টপুরের এই ক্লাবের পুজো পুরনো নয়। খুব একটা প্রচারও পায়নি খুব একটা। কিন্তু এবার তাঁরা নতুন ভাবে নতুন কিছু করতে চাইছে। আর তাই সদ্য ঘটে যাওয়া দুই ঘটনাকে তাঁরা এক মঞ্চে এনে লড়তে চাইছেন।

এক মস্তিষ্কে শান্তি ও যুদ্ধ, দুর্গোৎসব মিশবে কৃষ্ণসাগরের যুদ্ধের সঙ্গে

রুশ-ইউক্রেনীয় যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বহু পুরনো, যা ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল। যুদ্ধটি ক্রিমিয়ার অবস্থা ও দনবাসের কিছু অংশকে কেন্দ্র করে ঘটে, যা আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসাবে স্বীকৃত।

এক মস্তিষ্কে শান্তি ও যুদ্ধ, দুর্গোৎসব মিশবে কৃষ্ণসাগরের যুদ্ধের সঙ্গে

ইউরোমাইদান বিক্ষোভ ও ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনের পরবর্তী রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচের অপসারণ এবং ইউক্রেনে রাশিয়াপন্থী অস্থিরতার মধ্যে, পরিচয় চিহ্ন ছাড়াই রাশিয়ান সৈন্যরা ক্রিমিয়ার ইউক্রেনীয় ভূখণ্ডের মধ্যে কৌশলগত অবস্থান ও অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়েছিল।

এক মস্তিষ্কে শান্তি ও যুদ্ধ, দুর্গোৎসব মিশবে কৃষ্ণসাগরের যুদ্ধের সঙ্গে

রাশিয়া ফেডারেশনের ফেডারেশন কাউন্সিলে ২০১৪ সালের ১লা মার্চ সর্বসম্মতভাবে ইউক্রেনে সামরিক শক্তি ব্যবহার করার জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আবেদন করার একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। রেজোলিউশনটি "ক্রিমিয়া প্রত্যাবর্তন"-এ রুশ সামরিক অভিযান শুরু হওয়ার বেশ কয়েক দিন পরে গৃহীত হয়েছিল।

English summary
a unique concept of durga puja will be present in nazrul park unnayan samity durga puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X