For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো, কালীপুজোকে টেক্কা দিল ৪১ ফিটের সরস্বতী প্রতিমা

দুর্গাপুজো, কালীপুজোকে টেক্কা দিল ৪১ ফিটের সরস্বতী প্রতিমা

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

এতদিন দুর্গাপুজো - কালীপুজোয় পরস্পর পরস্পরকে টেক্কা দিয়ে এসেছে প্রতিমাগুলো। নেপথ্যে পুজো কমিটি। এবার সেই প্রতিযোগিতায় জায়গা করে নিল উত্তর ২৪ পরগণার কাঁকড়া মির্জানগর এর একতাপল্লী সংঘ।

দুর্গাপুজো, কালীপুজোকে টেক্কা দিল ৪১ ফিটের সরস্বতী প্রতিমা

প্রায় চারতলা বাড়ির সমান প্রতিমা তৈরি করে এবার সরস্বতী পুজোয় চমকে দিয়েছে তারা। শুধুমাত্র প্রতিমা নয় প্যান্টেলেও শহরের নামজাদা পুজো কর্তৃপক্ষকে হার মানায় এই পুজো। এত উঁচু প্রতিমা দেখতে শুধু এই গ্রামের মানুষ নন, ভিড় জমিয়েছেন আশপাশের গ্রামের মানুষেরাও।

স্থানীয়দের কথায়, এই গ্রামে সেভাবে অন্য কোনও পুজো আর হয় না। তাই গ্রামের ছোটো থেকে বড়, আট থেকে আশি, সকলেই সরস্বতী পুজোতেই চুটিয়ে আনন্দ করে। দুর্গাপুজোর মতো ধুমধাম করে এখানে সরস্বতীর আরাধনা করা হয়।

প্যাণ্ডেল ও প্রতিমা শিল্পী সঞ্জয় বিশ্বাস গত তিন মাস ধরে এই প্রতিমা তৈরি করেছেন। প্রতিমা তৈরিতে খরচ হয়েছে মোট দেড় লক্ষ টাকা। চারতলা বাড়ির সমান উঁচু এই সরস্বতী প্রতিমা দেখতে মানুষের ঢল নেমেছে।

English summary
41 feet Saraswati idol in Basirhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X