For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় কি দেখা যাবে চন্দ্রগ্রহণ! একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

কলকাতায় কি দেখা যাবে চন্দ্রগ্রহণ! একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

Google Oneindia Bengali News

বুধবার ২৬ মে মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। এমন পরিস্থিতিতে আর্থ সায়েন্সের তরফে জানানো হয়েছে, আগামীকাল ভারতের একাধিক রাজ্যে ও শহরে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

২৬ মে চন্দ্রগ্রহণ, ব্লাড মুন, বুদ্ধপূর্ণিমার মধ্যেই সাইক্লোনের তাণ্ডব আসন্ন, বৈদিক জ্যোতিষ গণনা কী বলছে ২৬ মে চন্দ্রগ্রহণ, ব্লাড মুন, বুদ্ধপূর্ণিমার মধ্যেই সাইক্লোনের তাণ্ডব আসন্ন, বৈদিক জ্যোতিষ গণনা কী বলছে

চন্দ্রগ্রহণের সময়ক্ষণ

চন্দ্রগ্রহণের সময়ক্ষণ

৩:১৫ মিনিটে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই সময় পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ ৪:৫৮ মিনিটে শেষ হবে । ৬:২৩ মিনিটে শেষ হবে আংশিক চন্দ্রগ্রহণ। তবে এই সময়কালের মধ্যে কলকাতা সহ একাধিক শহরে অল্প কিছুক্ষমের মধ্যে হলেও এই গ্রহণ দেখা যাবে। জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

ভারতের কোন কোন এলাকা থেকে দেখা যাবে এই গ্রহণ?

ভারতের কোন কোন এলাকা থেকে দেখা যাবে এই গ্রহণ?

আগরতলা, আইজল, চেরাপুঞ্জি, কোচবিহার থেকে শুরু করে ডায়মন্ডহারবার, দিঘা, গুয়াহাটি, ইম্ফল , ইটানগর, কোহিমা, লামডিং, উত্তর লখিমপুর, মালদা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এছাড়াও পোর্ট ব্লেয়ার,পুরী , শিলং শিবসাগর, শিলচরে দেখা যাবে এই গ্রহণর দৃশ্য।

কলকাতায় দেখা যাবে কি গ্রহণ?

কলকাতায় দেখা যাবে কি গ্রহণ?

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন কলকাতাতেও দেখা যাবে এই গ্রহণ। আংশিক গ্রহণের কিছুটা অংশ কলকাতা থেকে দেখা যাবে। তবে বাধ সাধতে পারে মেঘলা আকাশ। গাঙ্গেয় বঙ্গের আকাশ মেঘে ঢাকা থাকায় চন্দ্রগ্রহণ সুস্পষ্ট দেখার সম্ভবনা নেই বললেই চলে।

 কোথায় দেখা যাবে গ্রহণ?

কোথায় দেখা যাবে গ্রহণ?

বুধবার বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে এদিন। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা, প্রশান্ত মহাসাগরীয় এলাকা সহ ভারত মহাসাগরের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ।

English summary
26 May Lunar Eclipse will be visisble from Kolkata and other cities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X