For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম পর্যায়ের ভোটের আগে অনুব্রতকে 'বড় ধাক্কা' বিজেপির, স্পিকটি নট বীরভূমের বেতাজ বাদসা

প্রথম পর্যায়ের ভোটের আগে অনুব্রতকে 'বড় ধাক্কা' বিজেপির, স্পিকটি নট বীরভূমের বেতাজ বাদসা

  • |
Google Oneindia Bengali News

হাতে আর মাত্র কয়েকটা দিন! চলতি সপ্তাহের শেষেই প্রথম দফার নির্বাচন বঙ্গে। আর তার আগেই বড়সড় ধাক্কা শাসকদল তৃণমূলে। একেবারে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন বহু নেতা-কর্মী। যা ভোটের মুখে অবশ্যই বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এক ধাক্কায় এত নেতা-কর্মীর দলত্যাগে তৃণমূলের কিছু যায় আসে না বলেই দাবি শাসকদলের।

খোদ অনুব্রত গড়ে ভাঙন

খোদ অনুব্রত গড়ে ভাঙন

খোদ অনুব্রত গড়ে এই ভাঙন ধরেছে শাসকদল তৃণমূলে। দুবরাজপুর শহরের মাদৃক সংঘ ময়দানে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখালেন দুবরাজপুর পুরসভার ২ প্রাক্তন কাউন্সিলর সত্যপ্রকাশ তিওয়ারি ওরফে মুন্না তেওয়ারি ও ভূতনাথ মণ্ডল। শুধু দুই কাউন্সিলই নন, তাঁদের পাশাপাশি দুবরাজপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড থেকে মোট ৩৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন। যোগদান পর্বে এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলার আধিকারিকরাও।

অনুব্রত গড়ে শক্তিবৃদ্ধি বিজেপির

অনুব্রত গড়ে শক্তিবৃদ্ধি বিজেপির

খোদ অনুব্রত গড়ে ভাঙন ধরাল বিজেপি। সামনেই বিধানসভা ভোট রয়েছে ওই এলাকায়। আর ভোটের মুখে কার্যত মাস্টারস্ট্রোক বিজেপির। এমনটাই মত রাজনৈতিকমহলের। তৃণমূল ছেড়ে আসা দুই কাউন্সিলার এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত। যদিও এই দলত্যাগ ও যোগদান নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি অনুব্রত মন্ডল।

বিজেপি থেকে তৃণমূলে যোগদান

বিজেপি থেকে তৃণমূলে যোগদান

গত কয়েকদিনে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান চললেও, বিজেপি ছেড়েও তৃণমূলে যোগদান চলেছে। দিন কয়েক আগে ঝাড়গ্রাম নগর মণ্ডলের সাধারণ সম্পাদক গৌতম সোরেন তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি ১৪ মার্চ বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া সাথী বন্দ্যোপাধ্যায় ২১ মার্চ তৃণমূল প্রার্থী সুজিত বসুর হাত ধরে ঘাসফুল শিবিরে ফিরে আসেন। এবার বিজেপি ছএড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বরাজ ঘোষ।

তৃণমূলের পচে যাওয়ারা বিজেপিতে টিকিট পাচ্ছে

তৃণমূলের পচে যাওয়ারা বিজেপিতে টিকিট পাচ্ছে

বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক স্বরাজ ঘোষ এদিন তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে তিনি বলেছেন, বিজেপি করার সময় তৃণমূলকে সিন্ডিকেটের দল বলতেন। কিন্তু ভোটের আগে তৃণমূলের পচে যাওয়ারা বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়ে গিয়েছে। এই কারণেই তাঁর তৃণমূল যোগ বলে জানিয়েছেন স্বরাজ ঘোষ। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বাংলার নেত্রী হতে পারেন।

বাংলাকে বিক্রি করতে চাইছে বিজেপি

বাংলাকে বিক্রি করতে চাইছে বিজেপি

স্বরাজ ঘোষ বলেছেন, বিজেপি সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর বাণী তুলে ধরে মানুষকে কাছে টানার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে তারা বাংলাকে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই নেতা। তিনি বলেছেন, দিল্লি থেকে আসা বহিরাগতরা যার অর্থ বেশি তাঁকের প্রার্থী করে দিচ্ছে। রাজ্যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা করতে তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।


ভোটের মুখে করোনার 'হটস্পট’ হয়ে উঠছে কলকাতা-উত্তর ২৪ পরগনা, সংক্রমণ শূন্য ২ জেলা

English summary
2 councillors 350 families left tmc and joined bjp at birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X