For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে করোনার ‘হটস্পট’ হয়ে উঠছে কলকাতা-উত্তর ২৪ পরগনা, সংক্রমণ শূন্য ২ জেলা

বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে করোনার ‘হটস্পট’ হয়ে উঠছে কলকাতা। উত্তর ২৪ পরগনাও কম যাচ্ছে না করোনা সংক্রমণে। রাজ্যের মধ্যে দুই জেলাই করোনা সংক্রমণে উদ্বেগের নাম হয়ে উঠেছে।

Google Oneindia Bengali News

বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে করোনার 'হটস্পট' হয়ে উঠছে কলকাতা। উত্তর ২৪ পরগনাও কম যাচ্ছে না করোনা সংক্রমণে। রাজ্যের মধ্যে দুই জেলাই করোনা সংক্রমণে উদ্বেগের নাম হয়ে উঠেছে। কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ দেড় শতাধিক আর উত্তর ২৪ পরগনা দেড়শো ছুঁইছুঁই। তবে বাংলার দুই জেলা সংক্রমণ শূন্য।

ভোটের মুখে করোনার ‘হটস্পট’ কলকাতা, দোসর উত্তর ২৪ পরগনাও

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হয়েছে ৪০৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৫৩। উত্তর ২৪ পরগনায় ১২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ ফের বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১১৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫২৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩১৫৪৫। শুধু এদিনই কলকাতায় ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১১৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৬৯৬০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৭১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৪৭৬১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৬ জন। মৃত্যু হয়েছে মোট ২৫২৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২১৩০৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৩২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭৫৫০। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৬৩৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৮ জন। হুগলিতে ৬ জন বেড়ে আক্রান্ত ২৯৮৭৬ জন।

দুই জেলা করোনা সংক্রমণ শূন্য
উত্তরবঙ্গের কালিম্পং এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম করোনা সংক্রমণ শূন্য। এই দুই জেলায় মাত্র তিনজন করে করোনা সক্রিয় রয়েছেন। কালিম্পংয়ে মোট করোনা আক্রান্ত ২২৩৭ জন। তার মধ্যে ২২০৭ জন সেরে গিয়েছেন। ২৭ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। তিনজন এখনও চিকিৎসাধীন। আর ঝাড়গ্রামে মোট আক্রান্ত ৩০৬৮। সেরে গিয়েছেন ৩০৪৩ জন। ২২ জনের মৃত্যু হয়েছে। তিন জন সক্রিয় রয়েছেন।

English summary
Corona daily infection of Kolkata and North 24 pargana again increased. Corona Update of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X