For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিগিংয়ের অভিযোগ গ্রেফতার ১১ তৃণমূল কর্মী, বিধায়কের খোঁজেও তল্লাশি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ভোট
কলকাতা, ৮ মে: গতকাল ভোট কমিশন বলেছিল, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কিন্তু বিরোধীদের চাপে পড়ে শেষ পর্যন্ত তাদের মানতে হল, অনিয়ম হয়েছে বটে। আর তার জেরে এফআইআর দায়ের করা হল। বুথ জ্যাম, প্রক্সি ভোট দেওয়া, ভোটারদের ভয় দেখানো ইত্যাদি কারণে গ্রেফতার হলেন এখনও পর্যন্ত ১১ জন। ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী। এফআইআর দায়ের হয়েছে বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দীপালি সাহার বিরুদ্ধেও। তাঁকে খুঁজছে পুলিশ।

গতকাল দেশে অষ্টম দফার ভোটগ্রহণ হয়। বাংলায় ছিল চতুর্থ দফা। ছ'টি কেন্দ্রে বিভিন্ন বুথে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। বারবার জানানো সত্ত্বেও ভোট কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসেছিল বলে অভিযোগ। বিরোধীরা যথারীতি হইহল্লা জুড়ে দেন। এমনকী, রিগিংয়ের ভিডিও ফুটেজ ভোট কমিশনের হাতে তুলে দেওয়া হয়। শেষ পর্যন্ত চাপে পড়ে তারা নড়েচড়ে বসে। রিগিংয়ের অভিযোগ এফআইআর দায়ের করা হয়।

বাঁকুড়া জেলা থেকে গ্রেফতার হয়েছেন ১০ জন তৃণমূল কংগ্রেস কর্মী। সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহা রিগিংয়ে মদত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এ ছাড়া বিষ্ণপুর লোকসভা আসনের অন্তর্গত খণ্ডঘোষের ১৪৩ নম্বর বুথে ইভিএমের পাশে দাঁড়িয়েছিলেন একজন ব্যক্তি। গতকাল ভোট কমিশনে এ নিয়ে বিরোধীরা অভিযোগ জানালেও তারা বলেছিল, ওই ব্যক্তি জলবাহক। ভিতরে জল দিতে গিয়েছিলেন। যদিও ২৪ ঘণ্টায় অবস্থান বদলে ফেলে ভোট কমিশন। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই 'জলবাহক'-কে। তাঁর নাম অরূপ মাঝি।

সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, বিজেপি নেতা রাহুল সিনহা প্রমুখ অভিযোগ করেছেন, চতুর্থ দফাতেও সম্পূর্ণভাবে অবাধ নির্বাচন করাতে ব্যর্থ হয়েছে ভোট কমিশন। পঞ্চম তথা শেষ দফায় যেন কোনও অনিয়ম না ঘটে, সেই ব্যাপারে তাঁরা আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনকে।

English summary
11 TMC workers arrested on rigging charges as EC files FIR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X