For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০৩ বছর বয়সে প্রথমবার ভোট দিলেন ছিটমহলের অসগর আলি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৫ মে : পঞ্চম দফার ভোটে সেভাবে বড় কোনও ঘটনা ঘটেনি। তবে কোচবিহারের দিনহাটার অগসর আলির জীবনে এর চেয়ে বড় দিন আগে এসেছে বলে মনে হয় না।

ষষ্ঠ দফায় দলে দলে গিয়ে ভোট দিচ্ছেন মানুষ, দেখে নিন ভোটচিত্র

শতবর্ষ পেরিয়ে ছিটমহলের বাসিন্দা অগসর আলির বয়স ১০৩ বছরে পড়েছে। এতদিনে গিয়ে এই প্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। এই প্রথম ভোট দিলেন কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথ কেন্দ্রে।

১০৩ বছর বয়সে প্রথমবার ভোট দিলেন ছিটমহলের অসগর আলি

স্বাধীনতার পর ৬৮ বছর কেটে যাওয়ার পরে ছিটমহলের বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব পান গত বছরে। এরপরে এই প্রথম বিধানসভা ভোটের মতো গুরুত্বপূর্ণ ভোটে নিজেদের মতদান করলেন তাঁরা। তার মধ্যে শতবর্ষ পেরনো অসগর আলিও রয়েছেন।

১৯১৩ সালের ১ জানুয়ারি জন্ম হয় অসগর আলির। সম্ভবত তিনি এই রাজ্যের সবচেয়ে বয়স্ক ভোটার যিনি এবারের বিধানসভা ভোটে নিজের মত দান করলেন।

এদিন নিজের ছোট ছেলে বিলাল হোসেন ও নাতি জয়নাল আবেদিনের সঙ্গে গিয়ে ভোট দিয়ে এসেছেন তিনি। আর সবশেষে ধন্যবাদ জানিয়েছেন আল্লাহকে। কারণ তাঁর ইচ্ছেতেই এসব সম্ভব হয়েছে। এমনটাই জানিয়েছেন অসগর আলি।

English summary
103 years old Asgar Ali casts his vote for first time in 68 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X