For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় দিয়ে কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামে পথ চলা শুরু সেরেনার, সত্যিই কি এর পর অবসর নিয়ে ফেলবেন মহানক্ষত্র

জয় দিয়ে কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামে পথ চলা শুরু সেরেনার, সত্যিই কি এর পর অবসর নিয়ে ফেলবেন মহানক্ষত্র

Google Oneindia Bengali News

আগেই জানিয়ে দিয়েছিলেন ইউএস ওপেন হতে চলেছে তাঁর পেশাদর টেনিস কেরিয়ারের শেষ গ্র্য়ান্ডস্ল্যাম। কিন্তু সত্যিই কি ইউএস ওপেনের পর টেনিস কোর্টকে বিদায় জানাতে মন থেকে প্রস্তুত সেরেনা উইলিয়ামস? ইউএস ওপেন ২০২২-এ প্রথম রাউন্ডের ম্যাচের শেষে তাঁর কথা শুনে সেরেনা ভক্তরা আশা করতেই পারেন প্রিয় নক্ষত্রকে আরও কিছু দিন খেলতে দেখার।

জয় দিয়ে কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামে পথ চলা শুরু সেরেনার, সত্যিই কি এর পর অবসর নিয়ে ফেলবেন মহানক্ষত্র

ডানকা কোভিনিচ'কে স্ট্রেট সেটে পরাজিত করার পর সেরেনা বলেছেন, "আমি এটা নিয়ে অস্পষ্ট রেখেছি, তাই না? আমি ধোঁয়াশা জিইয়ে রাখতে চাই কারণ কখন কী হয় কেউ জানে না।" ডানকাকে ৬-৩, ৬-৩ ব্যবধানে পরাজিত করেন সেরেনা। ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস এই মাসের শুরুর দিকে জানিয়েছেন যে টেনিস থেকে ধীরে ধীরে দূর সরছেন তিনি। ২৭ বছরের দীর্ঘ কেরিয়ার শেষ করে তাঁর অবসর গ্রহণের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে।

সোমবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচের আগে সারা বছর বিভিন্ন ট্যুর মিলিয়ে মাত্র একটি ম্যাচ জিতেছিলেন সেরেনা। একদা বিশ্বের শীর্ষ স্থানীয় নক্ষত্রের র্যাঙ্কিং নেমে দাঁড়িয়েছে ৬০৫-এ। অত্যন্ত খারাপ ফর্ম এবং বয়স বাড়ার সঙ্গেই সেরেনা হয়তো বুঝে গিয়েছিলেন সেরা ছন্দ ফিরে পাওয়া আর সম্ভব নয়, সেই কারণেই দ্রুততার সঙ্গেই নিজের অবসরের পরিকল্পনা শুরু করেন তিনি। নিজের অবসরের প্রসঙ্গে জানাতে গিয়ে সেরেনা বলেছেন, "এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। আমি মনে করি কোনও বিষয়ে আপনি যখন অত্যন্ত প্যাশনেট, সেক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আমি চেষ্টা করছি এটা বোঝার জন্য যে কী করব। কারণ এই খেলাটাকে আমি ভালবাসি। আমি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এটাই সেই সময়। আমার একটা পরিবার রয়েছে এবং জীবনের অন্যান্য অধ্যায়ও রয়েছে। এটাকে আমি বিবর্তন বলি।"

ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের জয় গ্যালারিতে উপস্থিত সমর্থকদের পায়ের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, 'সেরেনা আমরা তোমায় ভালবাসি।' বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা উইলিয়ামস মুখোমুখি হবেন প্রতিযোগীতার দ্বিতীয় বাছাই এস্টোনিয়ার অ্যানিট কোন্টাভিটের। কেরিয়ারে সিঙ্গলসে প্রথম গ্র্যান্ডস্ল্যামটি এই ইউএস ওপেনেই পেয়েছিলেন সেরেনা। ১৯৯৯ সালে ইউএস ওপেন জিতেছিলেন তিনি। শেষ বার তিনি গ্র্যান্ডস্ল্যাম জেতেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে। তার পর থেকে আর সাফল্য ধরা দেয়নি তাঁকে।

English summary
Serena Williams says 'staying vague' on retirement plans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X