For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা ১১ বার ফরাসি ওপেনের কোয়ার্টারে জকোভিচ, ফার্স্ট বয়ের নয়া রেকর্ড

টানা ১১ বার ফরাসি ওপেনের কোয়ার্টারে জকোভিচ, ফার্স্ট বয়ের নয়া রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

ফের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ। এ নিয়ে টানা এগারো বার। এমন নজির এর আগে বিশ্বের কোনও টেনিস তারকা গড়তে পারেননি। কেন তিনি এই গ্রহের সেরা টেনিস তারকা, তা আরও একবার প্রমাণ করলেন সার্বিয়ান তারকা।

টানা ১১ বার ফরাসি ওপেনের কোয়ার্টারে জকোভিচ, ফার্স্ট বয়ের নয়া রেকর্ড

লাইন্স ওমানকে বল ছুঁড়ে যুক্তরাষ্ট্র ওপেন থেকে বাতিল হয়েছিলেন নোভাক জকোভিচ। ২০১৬ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়নের এবারের অভিযানের শুরুটাও বেশ কঠিনভাবেই কাটছে। তা বলে হাল ছাড়েননি বিশ্বের এক নম্বর টেনিস তারকা। চতুর্থ রাউন্ডে বিশ্বের ১৫ নম্বর তথা রাশিয়ান তারকা কারেন কাচানোভকে স্ট্রেট সেটে হারিয়েছেন জোকা। সবমিলিয়ে ১৪ বরা ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সার্বিয়ান তারকা।

কাচানোভের বিরুদ্ধে প্রথম সেট ৬-৪ গেমের ব্যবধানে জেতেন জকোভিচ। দ্বিতীয় এবং তৃতীয় সেট যথাক্রমে ৬-৩ ও ৬-৩ গেমের ব্যবধানে জেতেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে জার্মানির ড্যানিয়েল আল্টমাইয়ের বা টুর্নামেন্টের ১৭তম বাছাই পাবলো কোরেনো বুস্তার মুখোমুখি হবেন জোকা।

ফরাসি ওপেন ২০২০-এর চতুর্থ রাউন্ডে সহজ জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। আমেরিকার এস কোরদাকে ৬-১, ৬-১ ও ৬-২ সেটে হারিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি। রীতিমতো লড়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন তৃতীয় বাছাই ডোমিনিক থিয়েম।

খুব বড় অঘটন না ঘটলে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে নোভাক জকোভিচ, রাফায়েল নাদা এবং ডোমিনিক থিয়েমের মধ্যে যে কোনও দুই তারকার লড়াই দেখবে টেনিস বিশ্ব। সেই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

English summary
Novak Djokovic reaches record 11th consecutive quarter-final of French Open
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X