For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরুর আগেই ধাক্কা, করোনা আক্রান্তের খবরে অস্ট্রেলিয়ান ওপেনে আতঙ্ক

শুরুর আগেই ধাক্কা, করোনা আক্রান্তের খবরে অস্ট্রেলিয়ান ওপেনে আতঙ্ক

  • |
Google Oneindia Bengali News

শুরুর আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়ান ওপেন। চার্টার ফ্লাইটে প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ আম্পায়ারদের মেলবোর্নে উড়িয়ে আনা হয়েছে। এই বিমান যাত্রার পরই দুজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে।

শুরুর আগেই ধাক্কা, করোনা আক্রান্তের খবরে অস্ট্রেলিয়ান ওপেনে আতঙ্ক

এই দুই জনের মধ্যে খেলোয়াড় বা সাপোর্ট স্টাফরা নেই। দুজনের প্রথম জন বিমানের ক্রু মেম্বার ও অন্য জন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের কর্মী। আপতত দুজনেই মেলবোর্নের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, দুটি চার্টার বিমানে লস অ্যাঞ্জেলস ও দুবাই থেকে মোট ৭৯ জন মেলোবোর্নে আসেন। যার মধ্য়ে ৬৭ জন যাত্রী ছিলেন। এই ৬৭ জন যাত্রীর মধ্যে ২৪ জন টেনিস খেলোয়ার রয়েছেন। ৬৭ জন যাত্রীর এই তালিকা থেকেই ২ জনের করোনা পসিটিভ এসেছে।

শুরুর আগেই ধাক্কা, করোনা আক্রান্তের খবরে অস্ট্রেলিয়ান ওপেনে আতঙ্ক

বিমান সফরে থাকা সবাই অবশ্য এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। খোলায়াড়রা এখন ১৫ দিনের নিভৃতবাসে থাকবেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্বে থাকাকালীন প্রতি টেনিস প্লেয়ার দিনে পাঁচ ঘণ্টা প্র্যাক্টিস করতে পারবেন। তার জন্য কড়া বন্দোবস্তও করা হয়েছে। যাদের কোভিড টেস্ট পজিটিভ আসবে, তাঁরা আর নিজেদের রুম থেকে বেরোতে পারবেন না।

উল্লেখ্য টুর্নামেন্ট শুরুর আগে, দুই ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

English summary
Australian Open 2021: 2 test COVID positive after charter flights reach to Melbourne, 47 players quarantined
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X