অস্ট্রেলিয়ান ওপেন ২০২০: রাওনিককে হারিয়ে সেমিফাইনালে জকোভিচ, ফাইনালে ওঠার পথে প্রতিপক্ষ ফেডেরার
অস্ট্রেলিয়া ওপেনের সেমিফাইনালে ফেডেরার-জকোভিচ দ্বৈরথ। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার মিলোস রাওনিককে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে গেলেন জকোভিচ। ম্যাচের শুরু থেকেই জকোভিচ দাপটের সঙ্গে খেলেন। রড লেভার এরিনায় ৪৯ মিনিটের লড়াই শেষে নোভাক ৬-৪, ৬-৩, ৭-৬ ব্যবধানে ম্য়াচ জিতে নেন।

প্রথম সেটে ৬-৪ ব্য়বধানে ম্যাচ জেতেন নোভাক। দ্বিতীয় সেটে এরপর ৬-৩ ব্যবধানে জয় এবং ফাইনাল সেটে ৭-৬ ব্যবধানে জকোভিচ লড়াই জিতে নেন। সেমিফাইনালে টেনিসের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা জকোভিচ বিশ্বের তিন নম্বর ফেডেক্সের বিরুদ্ধে লড়বেন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল ম্যাচটি রয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Forever in our hearts 🏀❤️<a href="https://twitter.com/DjokerNole?ref_src=twsrc%5Etfw">@DjokerNole</a> | <a href="https://twitter.com/hashtag/AO2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#AO2020</a> | <a href="https://twitter.com/hashtag/AusOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#AusOpen</a> <a href="https://t.co/dtBmu3tCIG">pic.twitter.com/dtBmu3tCIG</a></p>— #AusOpen (@AustralianOpen) <a href="https://twitter.com/AustralianOpen/status/1222128761879089154?ref_src=twsrc%5Etfw">January 28, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রতিপক্ষ হিসেবে ফেডেরারকে পেয়ে নোভাক খুশি। সেমিফাইনালের মহারণ নিয়ে নোভাক বলেন,' ফেডেরারকে সমীহ করি। টেনিস কেরিয়ারে এত বছরে রজার যে সম্মান অর্জন করেছে, তাতে ওকে সম্মান না করে পারা যায় না।'
এখানেই না থেমে জকোভিচ আরও জুড়ে বলেছেন, 'রজার ও নাদাল ছিল বলেই কেরিয়ারে আমি এই জায়গায় আসতে পেরেছি। দুই প্রতিপক্ষের কাছে আমি কৃতত্ব।'
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">The great escape 🛠<a href="https://twitter.com/rogerfederer?ref_src=twsrc%5Etfw">@rogerfederer</a> conjures up a miracle to save 7️⃣ match points and stun Sandgren.<br><br>Next up? <a href="https://twitter.com/DjokerNole?ref_src=twsrc%5Etfw">@DjokerNole</a> <br><br>Match report ➡ <a href="https://t.co/d2a75yeg3n">https://t.co/d2a75yeg3n</a><a href="https://twitter.com/hashtag/AO2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#AO2020</a> | <a href="https://twitter.com/hashtag/AusOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#AusOpen</a> <a href="https://t.co/v6h6p0JtMg">pic.twitter.com/v6h6p0JtMg</a></p>— #AusOpen (@AustralianOpen) <a href="https://twitter.com/AustralianOpen/status/1222163456171835394?ref_src=twsrc%5Etfw">January 28, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনে এদিন কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মার্কিন টেনিস তারকা টেনিস স্যান্ডগ্রিনকে ফেডারার হারালেন। সেমিফাইনালে যেতে ফেডেরারকে এদিন অবশ্য বেশ লড়াই করেই ম্যাচ জিততে হয়েছে। পাঁচ সেটের লড়াইয়ের শেষে জয় পেলেন ফেডারার। ৩৮ বছরের সুইস টেনিস কিংবদন্তি ম্যাচ জিতলেন ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬,৬-৩ ব্যবধানে।
ফেডেরার বনাম নোভাকের গ্র্যান্ডস্ল্যামের সংখ্যা
কেরিয়ারে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ফেডেরার। এবার সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জেতার লক্ষ্যে কোর্টে নামবেন ফেডেরার।
অন্য়দিকে নোভাক জকোচিভ কেরিয়ারে অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন। কেরিয়ারে নোভাক ১৬টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন।