For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাড্ডার টার্গেট এবার রাজ্যের শস্যভান্ডার, ৫ কৃষকের বাড়ি থেকে ধান সংগ্রহ অভিযান বিজেপির

নাড্ডার টার্গেট এবার রাজ্যের শস্যভান্ডার, ৫ কৃষকের বাড়ি থেকে ধান সংগ্রহ অভিযান বিজেপির

Google Oneindia Bengali News

ফের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার বিজেপির টার্গেট রাজ্যের শস্য ভান্ডা। বর্ধমান, কাটোয়া, কালনা। গোটা দেশে কৃষক আন্দোলনকে টার্গেট করেই বঙ্গের বিধানসভা ভোটে কৃষকদের টার্গেট করেেছ বিজেপি। অমিত শাহ আগের রাজ্য সফরে এসে কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন। এবার জেপি নাড্ডাও সেই শাহের পথই বেছে নিয়েছেন। তিনি রাজ্যের কৃষকদের বাড়ি েথকে এক মুঠো চাল সংগ্রহ করে নতুন কর্মসূচির কথা ঘোষণা করবে।

 ফের রাজ্য সফরে নাড্ডা

ফের রাজ্য সফরে নাড্ডা

আজ ফের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সফরে এবার নাড্ডার টার্গেট শস্য ভান্ডার। বর্ধমান, কালনা, কাটোয়ায় একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। বর্ধমান শহরে করবেন রোড শো। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে বিজেপির তৎপরতা। পুলিশের অনুমতি না মেলার পর নতুন রুট তৈরি করে ফেলা হয়েছে। গোটা শহরে নাড্ডার পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গিয়েছে।

টার্গেট কৃষকরা

টার্গেট কৃষকরা

গোটা দেশে যখন রাগে ফুঁসছেন কৃষকরা ঠিক তখনই বাংলা সফরে এসে রাজ্যের কৃষকদের মন জয়ে ময়দানে নামছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কাটোয়ায় ৫ কৃষকের বাড়ি থেকে এক মুঠো চাল সংগ্রহ করবেন তিনি। তারপরেই সূচনা করবেন একাধিক কর্মসূচির। বর্ধমানের রোড শো থেকে কৃষক সুরক্ষা কর্মসূচির সূচনা করবেন জেপি নাড্ডা। এর আগে রাজ্য সফরে এসে অমিত শাহ মেদিনীপুরে এক কৃষকদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন। এবার নাড্ডাও সেই পথে হাঁটছেন।

একুশের টার্গেট কৃষকরা

একুশের টার্গেট কৃষকরা

একুশের বিধানসভা ভোটে রাজ্যে কিষাণ নিধি প্রকল্পের নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কৃষকদের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।রাজ্যের ৭০ লক্ষ কৃষককে কেন্দ্রের প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন। তাতে কিছুটা হলেও চাপে পড়ে কিষাণ নিধি প্রকল্পের অনুমোদন দিয়েছে মমতা সরকার।

 সুর চড়াচ্ছেন কৃষকরা

সুর চড়াচ্ছেন কৃষকরা

এদিকে রাজধানী দিল্লিতে এখনও নিজেদের অবস্থানে অনড় কৃষকরা। মোদী সরকারের নয়া কৃষি আইন খারিজের দাবিতে সরব হয়েছেন তাঁরা। একের পর এক বৈঠকেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। কনকনে ঠান্ডার মধ্যেও তাঁরা নিজেদের অবস্থানে অনড় হয়ে রয়েছেন। কৃষকদের বিরোধীরা ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।

English summary
J‌P Nadda will visit Bengal today and collect rice from Burdwan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X