For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিভিক পুলিশ, সিভিক স্বাস্থ্যকর্মীর পরে এবার 'সিভিক' টিচার! নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের

বাড়ছে আর্থিক বোঝা। যে কারণে কয়েক বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার সিভিক পুলিশ (civic police) নিয়োগ শুরু করেছে। আনিস খানের হত্যা কাণ্ডে সিটের জালে এক সিভিক পুলিশ। এখানে কৌশলে রাজ্য সরকার সিভিক

  • |
Google Oneindia Bengali News

বাড়ছে আর্থিক বোঝা। যে কারণে কয়েক বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার সিভিক পুলিশ (civic police) নিয়োগ শুরু করেছে। আনিস খানের হত্যা কাণ্ডে সিটের জালে এক সিভিক পুলিশ। এখানে কৌশলে রাজ্য সরকার সিভিক পুলিশ না বলে বলছে সিভিক ভলান্টিয়ার্স। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনজিও (NGO) এবং সেলফ হেল্প গ্রুপের (self help group) মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতর। সেই প্রক্রিয়াকে রাজ্যের বিরোধীরা শিক্ষা (Education) ক্ষেত্রেও এবার 'সিভিক' নিয়োগের প্রক্রিয়া বলে কটাক্ষ করেছে।

যে নির্দেশিকাকে ঘিরে বিতর্ক

যে নির্দেশিকাকে ঘিরে বিতর্ক

যে বিজ্ঞপ্তিকে ঘিরে 'সিভিক' টিচার নিয়োগের বিতর্ক শুরু হয়েছে, তা জারি করেছে উত্তর দিনাজপুরের জেলাশাসকের অফিস। সেখানে বলা হয়েছে সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোয়ালপোখর-১-এ পাঞ্জিপাড়ার ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায় ১২ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তাঁদের নিয়োগ করা হবে এনজিও কিংবা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। এই নিয়োগ হবে অস্থায়ী, এক বছরের জন্য, অতিথি শিক্ষক হিসেবে। আরবি, ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ভূগোল, ইতিহাসে এই নিয়োগ করা হবে। এইসব অতিথি শিক্ষকদের মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। (প্রতীকী ছবি)

এনজিও কিংবা সেলফ হেল্প গ্রুপের কাছে চাওয়া হয়েছে আবেদনপত্র

এনজিও কিংবা সেলফ হেল্প গ্রুপের কাছে চাওয়া হয়েছে আবেদনপত্র

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষক নিয়োগ করা হবে এনজিও কিংবা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। সেই কারণে এনজিও কিংবা সেলফ হেল্প গ্রুপের কাছে চাওয়া হয়েছে আবেদনপত্র। আবেদন করার শেষ তারিখ ১৭ মার্চ। এনজিও কিংবা সেলফ হেল্প গ্রুপের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে ২৩ মার্চ বেলা ১২ টায়। উত্তর দিনাজপুরের কর্ণঝএাড়ার মাইনরিটি ভবনে সেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

রাজ্যে এবার 'সিভিক' টিচার

রাজ্যে এবার 'সিভিক' টিচার

সমালোচনায় সরব হয়েছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল সরকার শিক্ষা ক্ষেত্রের প্রতি তাদের দায়িত্ব অস্বীকার করতে চাইছে। তারা মেলা আর খেলাতেই টাকা খরচ করতে চাইছে। এসএসসিতে নিয়োগে অসঙ্গতি নিয়ে হাইকোর্টে হওয়া মামলার কথা তুলে ধরে তিনি বলেছেন শিক্ষা ক্ষেত্রে এই সরকারের প্রতিটি পদক্ষেপের পিছনেই দুর্নীতি রয়েছে। প্রসঙ্গত হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি ছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় নাম না থাকা সত্বেও নিয়োগের অভিযোগে একের পর এক মামলা দায়ের হয়েছে। যা নিয়ে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত। (প্রতীকী ছবি)

রাজ্যটাকেই সিভিক বানিয়েছে এই সরকার

রাজ্যটাকেই সিভিক বানিয়েছে এই সরকার

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সিভিক পুলিশের পরে এবার রাজ্যে সিভিক টিচার নিয়োগ হতে চলেছে। এর আগে তাঁকে বলতে শোনা গিয়েছে সিভিক পুলিশ দিয়ে শুরু করে সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক স্বাস্থ্যকর্মী, সিভিক চালক নিয়োগ করেছে রাজ্য সরকার। পুরো রাজ্যটাকেই সিভিক বানিয়ে ছেড়েছে। ভাতা, ভিক্ষা আর ভর্তুকিতে গোটা রাজ্যটাই শেষ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এর পিছনে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের বড় অবদান রয়েছে সেই কথাও উল্লেখ করেছিলেন বিরোধী দলনেতা।

পশ্চিমবঙ্গের উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! মার্চেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'সিতরাং'পশ্চিমবঙ্গের উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! মার্চেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'সিতরাং'

English summary
WB Govt is going to recruits teachers through NGO And SHG's in schools under minority affairs and Madrasha Educations Dept
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X