For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরের রাজনীতিতে খেলা ঘোরাতে চলেছেন মমতা! অনন্ত মহারাজের সঙ্গে বিধায়কের বৈঠক ঘিরে জল্পনা

রাজ্য -রাজনীতি তে নয়া সমীকরণ । গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন তৃণমূল বিধায়ক। এর আগে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অনন্ত মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য -রাজনীতি তে নয়া সমীকরণ । গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন তৃণমূল বিধায়ক। এর আগে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অনন্ত মহারাজ। যা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়।

অনন্ত মহারাজের সঙ্গে বিধায়কের বৈঠক ঘিরে জল্পনা

আর সেই জল্পনার মধ্যেই অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক সারলেন সিতাই-এর তৃণমূল বিধায়ক। আজ সোম বার বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে কি নিয়ে এই আলোচনা তা এখনও জানা যায়নি।

তবে তৃণমূল এই বিধায়ক জানিয়েছেন, 'অনন্ত মহারাজ পূর্ব পরিচিত, তাই এই সৌজন্য সাক্ষাৎ।' তবে রাজনৈতিক মহল এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে? একের পর এক তৃনমূল বিধায়ক-নেতার সঙ্গে বৈঠকের মধ্যে অন্য রাজনৈতিক সমীকরণ রয়েছে।

একাংশের মতে, ভোটের আগে অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করে গিয়েছেন খোদ অমিত শাহ। এবারও বিধানসভা ভোটে বিজেপির সঙে ছিল। ভোটের মুখে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু লোকসভা, বিধাণসভা মিটলেও এখনও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি সরকার। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ।

এই অবস্থায় তৃণমূলের সঙে বৈঠক অন্য মাত্রা পেয়েছে। সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া আরও জানিয়েছেন, অনন্ত মহারাজ গোসানিমারির কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন। সে কথা শুনে সেখানে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন তিনি।

এরসঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। রাজনীতির কোনও কথা হয়নি। তবে উত্তরে ভালো ফল বিজেপি করলেও গোটা রাজ্যে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এই অবস্থায় বাংলার ফের বিপুল ভোটে জয় পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার তাঁর লক্ষ্য দিল্লি! ২৪ এ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করা তাঁর মূল লক্ষ্য! এই অবস্থায় অনন্ত মহারাজের নেতৃত্বাধীন গোষ্ঠীকে পাশে চাইছে তৃণমূল? আর তাই বারবার তাঁর কাছে দূত পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন।

অন্যদিকে , কোচবিহারের সাংসদ নীতিশ প্রামাণিককে ডেপুটি বানিয়েছেন শাহ । এই অবস্থায় বিজেপি কি চাল চালে সেদিকেও নজর থাকছে।

English summary
greater coochbehar peoples association leader ananta maharaj meeting with tmc mla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X