For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Yearender 2022: জকোভিচ-রাফা থেকে সেরেনা-আলকারাজ, বছরভর গুগল সার্চে প্রথম দশে আর কারা?

  • |
Google Oneindia Bengali News

ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট। তবে চলতি বছর গুগল সার্চের সামগ্রিক খতিয়ানে ক্রিকেট পিছিয়ে পড়়েছে অনেকটাই। ক্রিকেটার, ফুটবলারদের চেয়ে এবার ক্রীড়াপ্রেমী মানুষ গুগলে তথ্যের সন্ধান বেশি করেছেন টেনিস তারকাদের নিয়েই। ২০২২ সালে কোন কোন ক্রীড়াব্যক্তিত্ব রয়েছেন গুগল সার্চের প্রথম দশে তা একনজরে দেখে নেওয়া যাক।

ফিরে দেখা ২০২২: গুগল সার্চে প্রথম দশে কোন ক্রীড়াবিদরা?

যে চার টেনিস তারকার নাম সবচেয়ে বেশিবার গুগল সার্চে উঠে এসেছে তাঁরা হলেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস ও কার্লোস আলকারাজ। জকোভিচ কোভিড-১৯ ভ্যাক্সিন না নেওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। এর জেরে তাঁর সমালোচনায় মুখর হন অনেকেই। তবুও টলানো যায়নি জোকারকে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ায় আটক হন, আইনি লড়াই লড়েও শেষরক্ষা হয়নি। তবুও ভ্যাক্সিন নেননি জোকার। রাফায়েল নাদাল চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতেন। এর ফলে ফেডেরার ও নাদালকে টপকে পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক ২২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের রেকর্ড গড়েছেন। চলতি বছর সেরেনা উইলিয়ামস আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানান। তাঁর অবসর নিয়ে জল্পনা অব্যাহত ছিল কয়েক মাস ধরেই। এ ছাড়া সেরেনা ও ভেনাসের কেরিয়ার নিয়ে একটি ছবি হয় যার নাম কিং রিচার্ড। টেনিস তারকাদের বাবা রিচার্ডের ভূমিকায় অভিনয় করেন উইল স্মিথ। তিনি অস্কারের অনুষ্ঠানে চড় মারেন কমেডিয়ান ক্রিস রককে। এতেও সেরেনার নাম উঠে আসে গুগল সার্চে।

সবচেয়ে বেশি গুগল সার্চে নাম ওঠা ক্রীড়াবিদদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আমেরিকান ফুটবল খেলোয়াড় মান্তি তেও। তাঁর জীবন ও কেরিয়ার নিয়ে ডকুমেন্টারি হয় নেটফ্লিক্সে। সার্চ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আমেরিকান স্নোবোর্ডার শন হোয়াইট। হাফ পাইপ স্নোবোর্ডিংয়ে তিনি পাঁচবারের অলিম্পিয়ান, সোনা জিতেছেন তিনবার। ষষ্ঠ স্থানে রয়েছেন জাপানের প্রাক্তন ফিগার স্কেটার ইউজুরু হানইউ। তিনি ২০১৪ ও ২০১৮ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন। ১২ বছরের প্রতিযোগিতামূলক স্কেটিং কেরিয়ারে তিনি চলতি বছরেই যবনিকা টানেন। অমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারের নাম রয়েছে সপ্তম স্থানে।

গুগল সার্চের তালিকার আটে রয়েছে জেরার্ড পিকের নাম। শাকিরার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে তথ্যানুসন্ধান করেছেন ফুটবলপ্রেমীরা। তিনি এ বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নেন। প্রাক্তন মিক্সড মার্শাল আর্টিস্ট তথা ইউএফসি হেভিডওয়েট চ্যাম্পিয়ন কেইন ভেলাসকুয়েজের নাম রয়েছে গুগল সার্চের তালিকায় নবম স্থানে। কেইন একজনকে গুলি চালিয়ে গ্রেফতার হয়েছিলেন। টেনিস তারকা কার্লোস আলকারাজের নাম রয়েছে দশম স্থানে। ইউএস ওপেন ফাইনালে ক্যাসপার রাডকে হারিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হন এই স্প্যানিয়ার্ড।

English summary
Yearender 2022: Tennis Players Including Novak Djokovic, Rafael Nadal, Serena Williams Dominated Google Search Results. There Are No Cricketers In Top 10 Of The Search List.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X