For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : শুটিংয়ে ব্যর্থতা অব্যাহত, এবার মিক্সড ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ সৌরভ-মানুরা

Tokyo Olympics : প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় যোগ্যতা অর্জন পর্বে সৌরভ-মানুর লড়াই

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হল ভারত। যোগ্যতা অর্জনের প্রথম পর্বে সৌরভ চৌধুরী ও মানু ভাকের জুটি প্রথম স্থান দখল করলেও দ্বিতীয় পর্বে তাঁরা খেই হারিয়ে ফেলেন। এই পর্বে সপ্তম স্থানে প্রতিযোগিতা শেষ করে ভারত।

Tokyo Olympics : শুটিংয়ে ব্যর্থতা অব্যাহত, এবার মিক্সড ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ সৌরভ-মানুরা

ইভেন্টের দ্বিতীয় যোগ্যতা অর্জন পর্বের প্রথম থেকেই পিছোতে শুরু করেছিল ভারত। শীর্ষ সারিতে থাকা চার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান শেষ পর্যন্ত মেটাতে পারেননি সৌরভ চৌধুরী, মানু ভাকেররা। আট দলের এই প্রতিযোগিতা ৩৮০ পয়েন্টে শেষ করে ভারত। অষ্টম স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৮০। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা যথাক্রমে ইরান এবং চিনের ঝুলিতে ৩৮২ ও ৩৮০ পয়েন্ট থাকলেও তারা ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেনি।

৩৮৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেছে চিনের আর জিয়াং ও ডব্লু প্যাংয়ের দল। ৩৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়া রাশিয়ান অলিম্পিক কমিটি ইভেন্টের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ৩৮৬ ও ৩৮৪ পয়েন্ট নিয়ে টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছেছে যথাক্রমে ইউক্রেন এবং সার্বিয়া।

Tokyo Olympics : শুটিংয়ে ব্যর্থতা অব্যাহত, এবার মিক্সড ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ সৌরভ-মানুরা

অথচ ইভেন্টের শুরুটা মিশ্র ভাবেই করেছিল ভারত। সৌরভ চৌধুরী ও মানু ভাকেরের জুটি প্রথম যোগ্যতা অর্জন পর্বের ধাপ পেরিয়ে গেলেও ব্যর্থ হয়েছিলেন অভিষেক ভার্মা ও যশশ্বিনী দেসওয়াল। ৫৮২ পয়েন্ট নিয়ে এই পর্বে প্রথম হয়ে দ্বিতীয় কোয়ালিফিকেশেন রাউন্ডে পৌঁছেছিল ভারত। ৫৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছিল রাশিয়ান অলিম্পিক কমিটি। একই পয়েন্ট অর্জন তৃতীয় হয়েছিল চিন। মোট ২০ দলের এই প্রতিযোগিতায় ১৭তম স্থান দখল করতে সক্ষম হয়েছিলেন ভারতের অভিষেক ভার্মা ও যশশ্বিনী দেসওয়াল। ৫৬৪ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিলেন তাঁরা।

English summary
Tokyo Olympics : Saurabh Chaudhury and Manu Bhaker are fighting into the air pistol mixed event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X