For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : নীরজের ইতিহাস থেকে ভারতীয় অ্যাথলিটদের ভবিষ্যত নিয়ে সোজাসাপ্টা পিটি উষা

Tokyo Olympics : নীরজের গৌরব থেকে ভারতীয় অ্যাথলিটদের ভবিষ্যত নিয়ে সোজাসাপ্টা পিটি উষা

  • |
Google Oneindia Bengali News

অলিম্পিক থেকে পদক আনতে পারতেন তিনিও। দেশের প্রত্যাশার ভার ঘাড়ে নিয়ে লক্ষ্যপূরণের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন পিটি উষা। একচুলের জন্য ইতিহাস রচনা করতে ব্যর্থ হওয়া কিংবদন্তি অ্যাথলিটের কথা টোকিও গেমসে সোনা জয়ের পর উল্লেখ করেছিলেন নীরজ চোপড়া। যাঁর কৃতিত্বে গর্বিত হয়েছেন উষা নিজে। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের পদাঙ্ক অনুসরণ করে ভারতের অ্যাথলেটিক্স মানচিত্রে কী পরিবর্তন আসবে, তা নিয়েও মুখ খুলেছেন দেশের প্রাক্তন মহিলা অ্যাথলিট।

নীরজের পারফরম্যান্স

নীরজের পারফরম্যান্স

১২১ বছর পর অলিম্পিকের অ্যাথলেটিক্স থেকে সোনা জিতেছে ভারত। নীরজ চোপড়ার দুর্দান্ত বর্শা নিক্ষেপের জেরে টোকিও গেমসে তা সম্ভব হয়েছে। যে সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন পিটি উষা। তাঁর বক্তব্য, এর আগে অলিম্পিকে পদক জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে বহু ভারতীয় অ্যাথলিটকে। সেই পরম্পরা ভেঙে ভারতও যে পারে, তা নীরজই প্রথম দেখালেন বলে জানিয়েছেন উষা। তাঁর কথায়, ২৩ বছরের অ্যাথলিটের সাফল্যে উদ্বুদ্ধ হবে দেশের তরুণ প্রজন্ম। যা থেকে আগামী দিনে অলিম্পিক থেকে দেশের পদক জয়ের হার বাড়তে পারে বলেও মনে করেন কিংবদন্তি উষা।

নীরজের সাফল্যের রহস্য

নীরজের সাফল্যের রহস্য

টোকিও অলিম্পিক থেকে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়াকে এই প্রথম দেখছেন না পিটি উষা। ২০১৬ সালে পোল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে অংশ নেওয়া ১৮ বছরের ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের পারফরম্যান্স প্রত্যক্ষ করেছিলেন উষা। সেই টুর্নামেন্টে ৮৬.৪৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জেতার পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়েছিলেন চোপড়া। সেই তরুণ যে আগামী দিনে বিশ্ব জ্যাভলিনে প্রাধান্য বিস্তার করতে চলেছেন, তা তিনি সেদিনই বুঝে গিয়েছিলেন বলে জানিয়েছেন কিংবদন্তি উষা। বলেছেন, নীরজের টোকিও গেমসের সফলতা প্রত্যাশিতই ছিল। ২৩ বছরের নীরজের দক্ষতা এবং মানসিকতা বাকিদের থেকে আলাদা বলেও জানিয়েছেন পিটি উষা।

ভারতীয় অ্যাথলিটদের ভবিষ্যত

ভারতীয় অ্যাথলিটদের ভবিষ্যত

অলিম্পিকের অ্যাথলেটিক্সে ভারতের পদক জয়ের সম্ভাবনা যে বরবারই ছিল, তা বলতে দ্বিধা করেননি পিটি উষা। একাধিকবার খুব কাছে পৌঁছেও সফলতার মুখ দেখা হয়নি বলেও জানিয়েছেন দেশের কিংবদন্তি প্রাক্তন অ্যাথলিট। সেই মিথ ভেঙে নীরজ চোপড়া সুযোগের দুর্দান্ত সদ্ব্যবহার করেছেন বলে জানিয়েছেন পিটি উষা। ভবিষ্যতেও ভারতীয় অ্যাথলেটিক্সে এমন সফলতা পাওয়া সম্ভব বলেও তিনি মনে করেন। তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে তাঁদের পরিকাঠামো ও অন্য সুযোগ সুবিধা দিয়ে দক্ষভাবে গড়ে তোলাটাও একটা বড় কাজ বলে মনে করেন উষা।

উষার স্বপ্নভঙ্গ

উষার স্বপ্নভঙ্গ

১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলস ইভেন্টে সোনা জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন পিটি উষা। যদিও শেষ পর্যন্ত তাঁকে চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করতে হয়। সেই স্বপ্নভঙ্গের ৩৭ বছর পূর্ণ হওয়ার দিনে নীরজ চোপড়া ও ভারতীয় অ্যাথলেটিক্স নিয়ে মুখ খুলে অনেক কিছুই জানালেন কিংবদন্তি। যাতে সম্বৃদ্ধ হল ক্রীড়াক্ষেত্র।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Tokyo Olympics : PT Usha speaks about Indian athletes and gold medal winning Neeraj Chopra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X