For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে ধাক্কা ভারতীয় টিটি তারকাদের

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিক্সের টেবিল টেনিসে ভারতীয়দের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটল না। বিশ্ব সিঙ্গলস অলিম্পিক যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মণিকা বাত্রা বা বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়রা।

টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে ধাক্কা ভারতীয় টিটি তারকাদের

মহিলাদের সিঙ্গলস নক আউট স্টেজ ওয়ান সেমিফাইনাল ম্যাচে আজ দোহায় হেরে গেলেন মণিকা বাত্রা। বিশ্ব ক্রমতালিকায় মণিকা আছেন ৬৩ নম্বরে। তাঁর প্রতিপক্ষ ছিলেন মোনাকোর জিয়াওজিং ইয়াং, ক্রমতালিকায় তিনি বার্তার চেয়ে অনেক এগিয়ে থেকে রয়েছেন ৪৪-এ। প্রথম দুটি গেমে ৯-১১ ও ৪-১১ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন মণিকা। যদিও তৃতীয় গেম তিনি জিতে নেন ১১-৮-এ। তবে শেষরক্ষা হয়নি। চতুর্থ গেম ১১-৯ ব্যবধানে জিতে মণিকাকে ছিটকে দেন ইয়াং।

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। রাশিয়ার পলিনা মিখাইলোভার কাছে উত্তেজক ম্যাচে সুতীর্থা হেরে যান ১২-১০, ৭-১১, ৮-১১, ১১-৮, ১০-১২ ও ৫-১১ গেমে। পুরুষদের সিঙ্গলস ম্যাচে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান শরথ কমল ও জি সাথিয়ান।

ভারতীয় প্যাডলারদের ফোকাস এখন দোহাতেই অনুষ্ঠেয় এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্ট। যা চলবে ১৮ থেকে ২০ মার্চ অবধি। মহিলাদের সিঙ্গলসে নামবেন মণিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়। অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে মিক্সড ডাবলসে শরথ কমলের সঙ্গী হবেন মণিকা বাত্রা।

English summary
Manika Batra's run at the World Singles Olympic Qualification Tournament came to an end. Indian paddlers will now shift their focus to Asian Olympic Qualification Tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X