For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাকে দিয়ে মাসাজ করাতো সিনিয়ররা: দ্যুতি চাঁদ

আমাকে দিয়ে ম্যাসেজ করাতো সিনিয়ররা: দ্যুতি চাঁদ

Google Oneindia Bengali News

যত সময় যাচ্ছে ততই প্রদীপের উজ্জ্বলতার নীচের অন্ধকারে ডুবে থাকা বিষয়গুলো সামনে আসছে। ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দলের এক ফুটবলারকে যৌন হেনস্তা, এবং মানসিকভাবে নিপীড়নের জন্য বরখান্ত হয়েছেন অনূর্ধ্ব-১৭ মহিলা দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোস। র্যাগিং-এর শিকার হয়ে দু'দিন আগে ওড়িশায় সরকার পরিচালিত স্টেট হোস্টেলে আত্মঘাতী হয়েছেন এক ছাত্রী। এই ঘটনার পরের দিনই নিজের সঙ্গে হওয়া এক অসহনীয় অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই মুহূর্তে দেশের অন্যতম সেরা দৌড়বীদ দ্যুতি চাঁদ।

আমাকে দিয়ে ম্যাসেজ করাতো সিনিয়ররা: দ্যুতি চাঁদ

দ্যুতি উল্লেখ করেছেন, একটা সময়ে তিনিও মানসিক ভাবে নিপীড়িত হয়েছিলেন এবং তাঁর সিনিয়ররা তাঁকে হেনস্তা করেছিল। ভুবনেশ্বরে রাজ্য সরকারের হোস্টেলে থাকাকালীন (২০০৬ থেকে ২০০৮) এমন ঘটনার শিকার হয়েছিলেন দ্যুতি। দ্যুতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, "স্পোর্টস হোস্টেলে সিনিয়ররা আমায় তাঁদের শরীর ম্যাসেজ করতেন বলত এবং তাঁদের জামা-কাপড় কাচাতো আমায় দিয়ে। আমি এর প্রতিবাদ করলে ওরা আমাকে হেনস্তা করত।"

ইতিহাসে স্নাতকের কোর্সের পড়ুয়া রুচিকা মোহান্তি আত্মঘাতী হন এবং তিনি সুইসাইড নোটে জানিয়েছেন, তাঁর তিন জন সিনয়র তাঁকে মানসিক ভাবে হেনস্তা করত এবং সেটা আর তাঁর পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে গর্জে উঠেছে ওড়িশার দুই বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস। নবীন পট্টনায়কের সরকারের শাসনকালে কলেজ ক্যাম্পাসে র্যাগিং-এর ঘটনা বেড়েই চলেছে অভিযোগ এই দুই বিরোধী দলের।

সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে উল্টে বকাঝকা করে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় এবং কোনও ব্যবস্থাও গ্রহণ করা হয় না। দ্যুতি নিজের পোস্টে আরও লিখেছেন, "এই ঘটনা আমার মনে বড় প্রভাব ফেলেছিল এবং নিজেকে খুব অসহায় লাগত। এই অবস্থায় খেলার প্রতি ফোকাস ধরে রেখে ওই হোস্টেলে থাকাটা কঠিন হয়ে পড়েছিল। অনেকে বাড়িতেও চলে গিয়েছিল হোস্টেল ছেড়ে।" ২০১৮ এশিয়ান গেমসে জোড়া রূপো পেয়েছে দ্যুতি চাঁদ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে পেয়েছেন ব্রোঞ্জ, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং রূপো জিতেছেন ২৬ বছর বয়সী এই দৌড়বীদ।

জোর করে নেওয়া যাবে না সার্ভিস চার্জ! নয়া গাইডলাইন জারি করল CCPAজোর করে নেওয়া যাবে না সার্ভিস চার্জ! নয়া গাইডলাইন জারি করল CCPA

English summary
Sprinter Dutee Chand said she was force to give massage to seniors at Sports Hostel run by Government of Odisha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X