For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐতিহাসিক জয়! থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন ভারতের স্বাত্বিক-চিরাগ


 পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালদের ব্যর্থতার জ্বালা মেটালান ভারতের স্বাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। থাইল্যান্ড ওপেনের ডবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন দেশের দুই তরুণ তারকা।

  • |
Google Oneindia Bengali News

পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালদের ব্যর্থতার জ্বালা মেটালান ভারতের স্বাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। থাইল্যান্ড ওপেনের ডবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন দেশের দুই তরুণ তারকা। ফাইনালে অভিজ্ঞ চাইনিজ জুটির বিরুদ্ধে তিন সেটের লড়াকু জয় পেলেন ভারতীয় শাটলাররা।

প্রথম গেম

প্রথম গেম

চিনের লি হুই ও লিউ য়ু চেনের সঙ্গে ভারতের স্বাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় ম্যাচের প্রথম গেম থেকেই। নেক টু নেক ফাইটে প্রথম গেম ২১-১৯ পয়েন্টে জেতেন দুই ভারতীয় শাটলার।

দ্বিতীয় গেম

দ্বিতীয় গেম

দ্বিতীয় গেমে স্বাত্বিক-চিরাগ জুটি শুরু থেকে এগিয়ে থাকলেও মাঝে আচমকাই ছন্দপতন হয়। ভারতীয়দের সার্ভিস পরপর ব্রেক করে ২১-১৮ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন চিনের লি হুই ও লিউ য়ু চেন।

 তৃতীয় গেম

তৃতীয় গেম

দ্বিতীয় গেমের রেশ টেনে তৃতীয় গেমে এক সময় ৪-১ পয়েন্টে এগিয়ে যায় চাইনিজ জুটি। সেখান থেকেই খেলায় ফেরেন ভারতের স্বাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পরপর প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এক সময় ১৩-৯ পয়েন্টে এগিয়ে যান ভারতীয় তরুণ। এরপর আবারও ম্যাচে ফিরে আসেন চাইনিজরা। যদিও শেষ পর্যন্ত ২১-১৮ পয়েন্টে তৃতীয় গেমের লড়াই জেতে ভারতীয় জুটি।

সেমিফাইনাল

সেমিফাইনাল

উল্লেখ্য থাইল্য়ান্ড ওপেনের সেমিফাইনালে খাতায়-কলমে অনেক বেশি শক্তিশালী কোরিয়ার কো সুং হিউন ও শিন বেক জুটিকে ২২-২০, ২২-২৮, ২১-৯ গেমে হারিয়ে ফাইনালে ওঠে ভারতের স্বাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। একই সঙ্গে ফাইনালেও তরুণ তারকাদের চমকপ্রদ পারফরম্যান্স খুশি ভারতের ক্রীড়া মহল।

English summary
Satwik-Chirag of India win the Thailand Open 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X