For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিন্ধুর তাই-দুঃস্বপ্ন অব্যাহত! টানা সাতবার হেরে ছিটকে গেলেন মালয়েশিয়া মাস্টার্স থেকে

Google Oneindia Bengali News

পিভি সিন্ধুকে বলে বলে হারাচ্ছেন চাইনিজ তাইপের শাটলার তাই জু ইং। এবার তাইয়ের কাছে হেরে সিন্ধু ছিটকে গেলেন মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ ইভেন্ট থেকে। কোয়ার্টার ফাইনালে এদিনের হার তাইয়ের কাছে সিন্ধুর টানা সপ্তম পরাজয়। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তথা বর্তমানে বিশ্বের ২ নম্বর শাটলার স্বাভাবিকভাবেই সিন্ধুর দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছেন। সিন্ধু এদিন পরাস্ত হলেন ১৩-২১, ২১-১২, ১২-২১ ব্যবধানে।

সিন্ধুর তাই-দুঃস্বপ্ন অব্যাহত মালয়েশিয়া মাস্টার্সেও

শেষ চারটি টুর্নামেন্টেই কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে বিদায় নিতে হলো সিন্ধুকে। টোকিও অলিম্পিকে রুপোজয়ী তাই জু ইংকে সিন্ধু শেষবার হারিয়েছিলেন ২০১৯ সালের অগাস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তারপর থেকে তাইয়ের কাছে হেরেই চলেছেন সিন্ধু। পারস্পরিক ২২টি দ্বৈরথে ১৭ বারই তাই জু ইংয়ের কাছে হার মানতে বাধ্য হলেন সিন্ধু। এদিন সিন্ধুকে ৫৫ মিনিটের মধ্যেই তিন সেটের লড়াইয়ে পরাস্ত করেন তাই জু ইং।

আজ প্রথম গেম হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে দারুণভাবে কামব্যাক করেছিলেন সিন্ধু। তৃতীয় তথা নির্ণায়ক গেমে একটা সময় তাই জু ইং পিছিয়েই ছিলেন। কিন্তু শেষ অবধি স্নায়ুযুদ্ধ তিনি জিতে নেন দারুণভাবেই। তৃতীয় গেমে সিন্ধুর দুটি চ্যালেঞ্জের ফল ব্যর্থ বা আনসাকসেসফুল হওয়ারই মাশুল দিতে হলো ভারতের তারকা শাটলারকে। নির্ণায়ক গেমে সিন্ধু ৯-১০ ব্যবধানে যখন পিছিয়ে তখন থেকেই ক্রমাগত ব্যবধান বাড়াতে শুরু করেন তাই জু ইং। পরবর্তী ১২টির মধ্যে দশটি পয়েন্টই জিতে নিয়ে বাজিমাত করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও তাই জু ইং হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। এদিন সিন্ধু লড়াই দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। কলকাতায় এসে ভারতের চিফ ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদ তাই জু ইংয়ের বিরুদ্ধে সিন্ধুর এমন লাগাতার ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এ বিষয়ে সিন্ধুর কোচ পার্ক তাই-সাংয়ের সঙ্গে তিনি কথাও বলবেন। গোপীচাঁদ বলেছিলেন, সিন্ধু ভালো প্লেয়ার, একইভাবে তাই জু ইংও ভালো। অদূর ভবিষ্যতে সিন্ধু যাতে তাইয়ের বিরুদ্ধে জয়ের মুখ দেখতে পারেন সেই পরিকল্পনা করা হবে। সিন্ধুর কোচের কাছ থেকে জানার চেষ্টা করব ঠিক কোথায় সমস্যা রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে সিন্ধু ভালো খেলছেন, অভিজ্ঞতাও বেড়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই সিন্ধু দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাপ্রকাশ করেন পুল্লেলা গোপীচাঁদ।

English summary
PV Sindhu Crashed Out Of The Malaysia Masters Quarterfinals. PV Sindhu's Poor Run Against Tai Tzu Ying Continued As She Was Defeated For The 7th Successive Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X