For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে ভারতীয় শাটলারদের পারফরম্যান্সে খুশি গোপিচাঁদ

সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারতীয় ব্যাটমিন্টন দলের পারফরম্যান্সে খুশি জাতীয় ব্যাটমিন্টন দলের প্রধান কোচ পুল্লেলা গোপিচাঁদ। ব্যাক্তিগত ইভেন্টের পাশাপাশি দলগত বিভাগে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে খুশি তিনি

  • By koushik chakraborty
  • |
Google Oneindia Bengali News

সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারতীয় ব্যাটমিন্টন দলের পারফরম্যান্সে খুশি জাতীয় ব্যাটমিন্টন দলের প্রধান কোচ পুল্লেলা গোপিচাঁদ। মঙ্গলবার গোটা দলের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে গোপিচাঁদ বলেন, "এখন আর ভারতীয় ব্যাটমিন্টন কোনও এক বা দু'জনের উপর নির্ভরশীল নয়। অতীতের দিকে যদি লক্ষ্য করা যায় তা হলে দেখা যাবে কোনও এক বা দু'জন শাটলারের উপর নির্ভর করত দেশের ব্যাটমিন্টনে পদক পাওয়ার ভাগ্য। কিন্তু এখন সেই বিষয়টাই পুরো বদলে গিয়েছে। দলের প্রতিটি সদস্য নিজের অবদান রাখছে।"

কমনওয়েলথ গেমসে ভারতীয় শাটলারদের পারফরম্যান্সে খুশি গোপিচাঁদ

তাঁর আরও বলেন, "কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতার ফাইনালে পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়ালের মুখোমুখি হওয়াই দেখিয়ে দিচ্ছে কতটা উন্নতি হয়েছে ভারতীয় ব্যাটমিন্টনের। এটা সত্যিই আমাদের কাছে গর্বের বিষয়।"

তবে, গোপিচাঁদকে সব থেকে মুগ্ধ করেছে টিম ইভেন্টে অর্জন করা ভারতীয় শাটলারদের সোনা।
গোপি বলেন, "ভাল পারফরম্যান্সের আশা থাকলেও আমরা কখনই টিম ইভেন্টে সোনা জেতার স্বপ্ন দেখিনি। আমরা ভাবতেও পারিনি এই পদক আমরা জিততে পারি। এক মাত্র এটা সম্ভব হয়েছে দলের প্রতিটি শাটলারের জন্য। তাঁরা যে ভাবে খেলেছে তা এক কথায় অনবদ্য।"

English summary
Chief national coach Pullela Gopichand is happy with the performance of Indian shuttler.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X