For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলসকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল পাইরেটস,হাড্ডাহাড্ডি লড়াইয়ে পয়েন্ট ভাগ করে নিল পিঙ্ক প্যান্থার্স-থালাইভাস

বুলসকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল পাইরেটস,হাড্ডাহাড্ডি লড়াইয়ে পয়েন্ট ভাগ করে নিল পিঙ্ক প্যান্থার্স-থালাইভাস

Google Oneindia Bengali News

দুই শেয়ানার টক্করে শেষ হাসি হাসল পাটনা পাইরেটস। লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরু বুলসকে ৩৮-৩১ পয়েন্টে হারিয়ে লিগ টেবলরে দ্বিতীয় স্থান অর্জন করল পাটনার এই ফ্রাঞ্চাইজি কবাডি দল। হারলেও শীর্ষ স্থান ধরেই রাখল বেঙ্গালুরু বুলস।

বুলসকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল পাইরেটস,হাড্ডাহাড্ডি লড়াইয়ে পয়েন্ট ভাগ করে নিল পিঙ্ক প্যান্থার্স-থালাইভাস

রবিবার মূলত দুই রেডার সচিন ও গুমান সিং এবং ডিফেন্ডার সুনীল, এই তিন তারকা খেলোয়াড়ের উপর ভর করে চলতি প্রো কবাডি লিগের অন্যতম কঠিন প্রতিপক্ষ বেঙ্গালুরু বুলস'কে হারায় পাটনা পাইরেটস। এই ম্যাচে এই তিন খেলোয়াড় যথাক্রমে ৮, ৭ এবং ৯ পয়েন্ট এনে দেয় পাটনাকে।

অপর দিকে বেঙ্গালুরু এ দিন মূলত নির্ভরশীল ছিল পবন শেরাওয়াতের উপর। নিজের যোগ্যতা অনুযায়ী দলকে সব রকম ভাবে ভাবে সাহায্য করেছেন পবন। ১৫টি রেডের মধ্যে ৭টি সফল রেড করেছেন। মোট ১০ পয়েন্ট বেঙ্গালুরুকে এনে দিয়েছেন তিনি। পবন সাফল্য পেলেও খুব বেশি দলকে সাহায্য করতে পারেননি অপর রেডার চন্দন রঞ্জিত। ৭টি রেডের মধ্যে মাত্র দু'টি সফল রেড করেছেন। সফল ভাবে একটি ট্যাকেলও করেছেন তিনি। গোটা ম্যাচে দলকে এনে দিয়েছেন তিন পয়েন্ট। বরং ২০ মিনিটে লেফট কর্নারের ডিফেন্ডার অমনের পরিবর্তে নেমে দীপক নারওয়াল বেশ ভাল খেলেছেন। দুই ডিফেন্ডার মহেন্দ্র সিং এবং সৌরভ নন্দল ৬ পয়েন্ট করে এনে দিয়েছে বেঙ্গালুরু বুলসকে।

এ দিন অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে লিগ টেবলের চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা দুই দল জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং তামিল থালাইভাস। ম্যাচের ফলাফল ৩১-৩১। এই ম্যাচে তামিল থালাইভাসকে সর্বোচ্চ ৯ পয়েন্ট এনে দিয়েছেন রেডার মনজিৎ। অধিনায়ক এবং দলের অভিজ্ঞ ডিফেন্ডার সুরজিৎ সিং এনেছেন পাঁচ পয়েন্ট। অপর দুই ডিফেন্ডার সাগর এবং সাহিল সিম যথাক্রমে চার এবং তিন পয়েন্ট অর্জন করেছেন পুরো ম্যাচে।

অন্য দিকে, জয়পুর পিঙ্ক প্যান্থার্সের অর্জিত ৩১ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট করে দলকে এনে দিয়েছেন দুই রেডার অর্জুন দেশওয়াল এবং নবীন। অধিনায়ক সন্দীপ ঢুল (৫ পয়েন্ট) ছাড়া অপর ডিফেন্ডাররা একটু ভরসা জোগাতে পারলে পয়েন্ট ভাগাভাগি নয়, বরং জিতে ম্যাট ছাড়ত জয়পুর পিঙ্ক প্যান্থার্স।

English summary
Bengaluru Bulls lost against Patna Pirates in PKL 2022 match by 31-38. In the other match today Jaipur Pink Panthers and Tamil Thalaivas shares points. Match ended with 31 points each.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X