For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গাপুরে স্বর্ণ পদক জয় চানুর, একই সঙ্গে অর্জন করলেন কমনওয়েলথ গেমসের ৫৫ কেজি বিভাগে অংশ নেওয়ার ছাড়পত্র

সিঙ্গাপুরে স্বর্ণ পদক জয় চানুর, একই সঙ্গে অর্জন করলেন কমনওয়েলথ গেমসের ৫৫ কেজি বিভাগে অংশ নেওয়ার ছাড়পত্র

Google Oneindia Bengali News

শুক্রবার কমনওয়েলথ গেমস ২০২২-এ ৫৫ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করলেন মীরাবাঈ চানু। সিঙ্গাপুরে আন্তর্জাতিক ভরোত্তলন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়ে বার্মিংহামে হতে চলা ২০২২ কমনওয়েলথ গেমসের ৫৫ কেজি বিভাগে অংশ নেওয়ার ছাড়পত্র অর্জন করেন চানু।

সিঙ্গাপুরে স্বর্ণ পদক জয় চানুর, একই সঙ্গে অর্জন করলেন কমনওয়েলথ গেমসের ৫৫ কেজি বিভাগে অংশ নেওয়ার ছাড়পত্র

৫৫ কেজি বিভাগে প্রথম বার অংশ নিয়ে পোডিয়ামে সবার উপরে জায়গা করে নেন চানু। মোট ১৯১ কেজি (৮৬ কেজি ১০৫ কেজি) ভারোত্তলন করে স্বর্ণ পদক পান ভারতের এই কৃতী সন্তান। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার জেসিকা সেওয়াস্তোঙ্কো মোট ১৬৭ কেজি (৭৭ কেজি ৯০ কেজি) তুলতে সক্ষম হয়েছেন যা চানুর থেকে ২৮ কেজি কম। মালয়েশিয়ার ক্যাসান্ড্রা এংগলিবার্ট ১৬৫ কেজি (৭৫ কেজি ৯০ কেজি) তুলে তৃতীয় স্থানে শেষ করেছেন।

টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে রূপো জিতে দেশকে গর্বিত করেছেন মীরাবাঈ। এর পর আর কোনও প্রতিযোগীতায় তিনি অংশ নেননি। ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নেন। টোকিও অলিম্পিকের পর এটাই চানুর প্রথম টুর্নামেন্ট। কমনওয়েলথ গেমসে ৫৫ কেজি বিভাগেই ইম্ফলের বছর সাতাশের এই মেয়ে অংশ নেবেন বলেই মনে করা হচ্ছে। আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে কমনওয়েলথ গেমস। ৪৯ কেজি ও ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীরাবাই। দেশকে পদক জেতানোর অন্য়তম দাবিদার তিনি।

২০১৬ টোকিও অলিম্পিকে প্রথম বার অংশ নিয়েছিলেন চানু। তবে, সেই বার নিজের ছাপ রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ২০২০ সালে ফের অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। টোকিও খালি হাতে ফেরায়নি তাঁকে।

English summary
Silver Medal winning weightlifter Mirabai Chanu qualifies for Commonwealth Games in 55 Kg Category. She won gold in the Singapore Weightlifting International in 55 kg weight class.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X