For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেনের মাত্রা কমতে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত হকি তারকা মনদীপ সিং

অক্সিজেনের মাত্রা কমতে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত হকি তারকা মনদীপ সিং

  • |
Google Oneindia Bengali News

করোনার করাল গ্রাস থেকে নিস্তার পাচ্ছে না ভারতীয় হকি দল। একদিন আগেই ভারতীয় হকি দলের মনদীপ সিং করোনায় আক্রান্ত হন। আগে পাঁচ খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। মনদীপকে নিয়ে সেই তালিকা দীর্ঘ হয়ে এখন ভারতীয় দলে ছয় খেলোয়াড় কোভিড আক্রান্ত। জলন্ধরের হকি খেলোয়াড় মনদীপের শরীর জীবাণু মিললেও কোনও উপসর্গ ছিল না। কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি হয়েছে।

হাসপাতালে ভর্তি করাল হল মনদীপকে

হাসপাতালে ভর্তি করাল হল মনদীপকে

মঙ্গলবার হঠাৎ করেই মনদীপের শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। করোনা পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণে হঠাৎ করেই শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার একাধিক ঘটনা সামনে আসছে। এবার মনদীপের ক্ষেত্রেও এমনটাই দেখা গেল।

সোমবার রাতে মনদীপের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়

সোমবার রাতে মনদীপের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়

ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে রক্তে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে বড় অঘটন ঘটতে পারে, সেই কারণে করোনাকালে চিকিৎসকরা বাড়িতে অক্সিমিটার যন্ত্র রাখার পরমর্শ দিচ্ছেন। মনদীপের ক্ষেত্রে জানা গিয়েছে, ১০ অগাস্ট রাতে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করার সময় রক্তে অক্সিজেনের মাত্রা কমার হদিশ পান।

আপাতত শারীরিক অবস্থার উন্নতি

আপাতত শারীরিক অবস্থার উন্নতি

এরপরই তড়িঘড়ি সাই ক্যাম্পাস থেকে মনদীপকে স্থানীয় কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মনদীপের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আগের পাঁচ খেলায়াড় কারা

আগের পাঁচ খেলায়াড় কারা

অধিনায়ক মনপ্রীত ছাড়াও জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সুরেন্দর কুমার, জসকরন সিং, কৃষান বি পাঠক এবং ড্র্যাগ-ফ্লিকার বরুণ কুমার করোনায় আক্রান্ত হন।

সাইয়ে যোগ দিয়েই করোনা রিপোর্ট পজিটিভ

সাইয়ে যোগ দিয়েই করোনা রিপোর্ট পজিটিভ

দীর্ঘ একমাসের ছুটি কাটিয়ে সদ্য জাতীয় হকি দলের সদস্যরা সাইয়ের বেঙ্গালুরুর সাউথ সেন্টারের শিবিরে যোগ দিয়েছেন। সেখানেই অধিনায়ক সহ মোট পাঁচ জনের করোনা ধরা পড়েছিল। সেই তালিকা বেড়ে এবার সংখ্যা ছয়ে দাঁড়িয়েছে।

দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা

দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা

ভারতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লক্ষ ৬৮ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৪৫, ২৫৭ জন প্রাণ হারিয়েছেন। ১৫ লক্ষ ৮৩ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন।

English summary
Mandeep Singh shifted to hospital after oxygen level drop, became sixth Indian Men's Hockey player test COVID positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X