For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জেরে বিশ্বে বন্ধ যে যে ক্রীড়া ইভেন্ট, এক নজরে দেখে নেওয়া যাক তালিকা

করোনা ভাইরাসের জেরে বিশ্বে বন্ধ যে যে ক্রীড়া ইভেন্ট, এক নজরে দেখে নেওয়া যাক তালিকা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে প্রভাবিত বিশ্বের ক্রীড়া মহল। অলিম্পিক থেকে লা লিগা, আইপিএল থেকে অল ইংল্যান্ড ওপেন, সর্বত্রই থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। দেখে নেওয়া যাক করোনার জেরে স্থগিত হয়ে যাওয়া বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্ট দেখে নেওয়া যাক।

কুয়াশা ঘেরা দিল্লি

কুয়াশা ঘেরা দিল্লি

ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি, এই পরিস্থিতিতে উড়ান ও ট্রেন চলাচল বিঘ্নিত। একাধিক বিমান ও ট্রেন চলাচলে দেরি হচ্ছে। ১০১টি ট্রেন দেরিতে চলতে, ১৮টির সময় পরিবর্তিত করা হয়েছে, ১১ টি ট্রেন বাতিল হয়েছে।

তিরন্দাজি

তিরন্দাজি

১) ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ঢাকায় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে।

২) সাংহাই-তে ৪ থেকে ১০ মে পর্যন্ত হওয়ার কথা ছিল তিরন্দাজির বিশ্বকাপ। করোনা ভাইরাসের জন্য তা বাতিল করা হয়েছে।

তামিলনাড়ুর ক্যাবিনেট বৈঠক

তামিলনাড়ুর ক্যাবিনেট বৈঠক

৫ ডিসেম্বর জয়ললিতার প্রয়ানের পর আজ প্রথম ক্যাবিনেট বৈঠক তামিলনাড়ুতে। এই ক্যাবিনেটের নেতৃত্বে থাকবেন তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম।

অটো রেসিং

অটো রেসিং

১) ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয় গ্রাঁ পিক্স বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে বাহারিন ও চাইনিজ গ্রাঁ পিক্স।

২) সানয়া ও জার্কাতা ই-পিক্স বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে রোম ই-পিক্স।

অগাস্তাওয়েস্টল্যান্ড

অগাস্তাওয়েস্টল্যান্ড

অগাস্তাওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার চুক্তি মামলায় শুক্রবার প্রাক্তন বায়ুসেনা প্রধানক এস পি ত্যাগীকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করার আগে ১.৫ লক্ষ তথ্য বিশ্লেষণ করা হয়েছিলবলে সিবিআই সূত্রে জানানো হয়েছে।

ব্যাডমিন্টন

ব্যাডমিন্টন

১) হাইনানে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

২) বাতিল করা হয়েছে জার্মান ওপেন।

৩) করোনার জেরে স্থগিত করা হয়েছে পোলিশ ওপেন ও ভিয়েতনাম ইন্টারন্য়াশনাল চ্যালেঞ্জ।

৪) চিন থেকে মানিলায় তুলে নিয়ে যাওয়া হয়েছে ২১ এপ্রিল থেকে শুরু হতে চলা এশিয়া চ্যাম্পিয়নশিপ।

হায়দ্রাবাদে বাড়ি ভেঙে দুর্ঘটনা

হায়দ্রাবাদে বাড়ি ভেঙে দুর্ঘটনা

হায়াদ্রাবাদে ৬ তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। তবে ধ্বংসস্তুপের নিচে আর কারোর আটকে থাকার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

বাক্সেটবল

বাক্সেটবল

১) ১১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট এনবি-র। করোনার জেরে তা বাতিল করা হয়েছে।

২) ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা ৩x৩ অলিম্পিক কোয়ালিফায়ার স্থগিত করা হয়েছে।

জেশপ কর্ণধার পবন রুইয়া গ্রেফতার

জেশপ কর্ণধার পবন রুইয়া গ্রেফতার

গ্রেফতার হলেন পবন রুইয়া। রেলের অভিযোগের প্রেক্ষিতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। আজই তাঁকে দিল্লি থেকে কলকাতায় আনা হবে। জেশপে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করেছিলেন মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তারপরই নাম উঠে আসে জেশপের কর্ণধার পবন রুইয়ার নাম। অভিযোগ, জেশপের যন্ত্রাংশ চুরির জন্যই বারবার এই আগুন লাগার ঘটনা ঘটে। এরই মধ্যে রেল অভিযোগ করে ৫০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল জেশপকে। কিন্তু সেই যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে বলে জানানো হয়। রেল সিআইডি-র দফতরে লিখিত অভিযোগ দায়ের করে। তারই প্রেক্ষিতে এই গ্রেফতারি। এর আগে সিআইডি চারবার জেশপ কর্ণধারকে তলব করে নোটিশ জারি করেছিল। তখনও সিআইডি-র মুখোমুখি হননি পবন রুইয়া। এমনকী হাই কোর্টের নির্দেশের পরও তিনি গা ঢাকা দেন দিল্লিতে। তারপরই এই গ্রেফতারি।

ফুটবল

ফুটবল

১) বিশ্বের অন্যতম প্রাচীন তথা জনপ্রিয় ফুটবল লিগ সিরি এ, করোনা ভাইরাসের জন্য স্থগিত করা হয়েছে।

২) একই কারণে দুই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে লা লিগা।

৩) চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ স্থগিত করে দেওয়া হয়েছে।

৪) ফাঁকা স্টেডিয়ামে হবে বুন্দেশলিগার সব ম্যাচ।

৫) এশিয়া, ইউরো এবং বিশ্বকাপ ফুটবল কোয়ালিফায়ারের বেশকিছু ম্যাচ বাতিল ও স্থগিত করা হয়েছে।

৬) শনিবার ফাঁকা স্টেডিয়ামে আইএসএল ফাইনাল হওয়ার কথা।

৭) আই লিগের বাকি সব ম্যাচও হবে ফাঁকা স্টেডিয়ামে।

ক্রিকেট

ক্রিকেট

১) বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএল ১৭ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ মার্চের পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে ১৫ এপ্রিল।

২) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে অবশিষ্ট দুটি ওয়ান ডে (লখনৌ ও কলকাতা) ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে।

৩) করোনার জন্য বাতিল ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজ।

৪) অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ান ডে সিরিজও রুদ্ধদ্বার হবে বলে জানানো হয়েছে।

শ্যুটিং

শ্যুটিং

১) দিল্লিতে ১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্যুটিং বিশ্বকাপ। তা পিছিয়ে ৫-১২ মে ও ২ থেকে ৯ জুনে নির্ধারিত করা হয়েছে।

২) টোকিও-তে ১৬ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক টেস্ট ইভেন্ট বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

টেনিস

টেনিস

এটিপি ও ওয়ার্ল্ড ট্যুরের বেশকিছু ইভেন্ট করোনা ভাইরাসের জন্য হয় স্থগিত, নয় বাতিল করা হয়েছে।

English summary
List of Sports events affected by coronavirus worldwide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X