For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে সোনা এনে দিলেন ভারোত্তোলক ঝিল্লি

এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে সোনা এনে দিলেন ভারোত্তোলক ঝিল্লি

  • |
Google Oneindia Bengali News

এশিয়ান ভারোত্তোলক চ্যাম্পিয়নশিপে ভারতের সফলতম দিন ছিল রবিবার। ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানুর ব্রোঞ্জ পদক জয়ের পর এবার ৪৫ কেজি বিভাগে সোনা জিতলেন ঝিল্লি ডালাবেহারা। কেরিয়ারে এই প্রথমবার এত বড় সাফল্যের স্বাদ ভারতীয় ভারোত্তোলক। যার কাছ থেকে ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স আশা করছেন ক্রীড়া প্রেমীরা।

এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে সোনা এনে দিলেন ভারোত্তোলক ঝিল্লি

উজবেকিস্তানের তাসখন্দে চলতে থাকা এশিয়ান ভারোত্তোলক চ্যাম্পিয়নশিপের ৪৫ কেজি বিভাগের ফাইনালে নেমেছিলেন ঝিল্লি। ইভেন্টের স্ন্যাচিংয়ে ৬৯ কেজি ভার তোলেন ভারতীয় তারকা। ক্লিন অ্যান্ড জার্কে ৮৮ কেজি ভার তোলেন ঝিল্লি। সবমিলিয়ে ১৫৭ কেজির ভার তুলে ভারতের হয়ে সোনার পদক জেতেন ভারতীয় তারকা।

এশিয়ান ভারোত্তোলক চ্যাম্পিয়নশিপের ৪৫ কেজি বিভাগে সোনা জিতলেও নিজের কেরিয়ার বেস্ট পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হয়েছেন ঝিল্লি ডালাবেহারা। ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১৬২ (৭১+৯১) কেজির ভার তুলে তাক লাগিয়েছিলেন ভারতীয় তারকা। যদিও এবার তিনি টোকিও অলিম্পিকের অংশ হতে পারবেন না। কারণ ওই ইভেন্টে ৪৫ কেজির ভারোত্তোলক বিভাগ অন্তর্ভূক্তই নয়।

এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন মীরাবাঈ চানু। করোনা ভাইরাসের আবহে এক বছর পর নিজক্ষেত্রে নেমে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ভারোত্তোলক। নিজের পুরনো জাতীয় রেকর্ডও ভাঙলেন প্রাক্তন বিশ্বজয়ী। ইভেন্টের ৪৯ কেজি বিভাগের ফাইনালে স্ন্যাচিংয়ে ৮৬ কেজির ভার তোলেন মীরাবাঈ। ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজি ভার তোলেন চানু। দুইয়ে মিলে ২০৫ কেজি ভার তোলেন ভারতীয় তারকা। যিনি এদিন নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভেঙে ফেললেন অক্লেশে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি ভার তুলেছিলেন মীরাবাঈ।

English summary
Jhilli Dalabehera gives India gold medal from Asian Weightlifting Championships 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X