For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএসএফ বিশ্বকাপে এয়ার পিস্তলে আজ জোড়া সোনা জয় ভারতের

Google Oneindia Bengali News

দিল্লিতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে জোড়া সোনা এলো ভারতের ঝুলিতে। এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ভারতের মহিলাদের পর পুরুষদের দলও সোনা জিতেছে।

আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় মহিলাদের দাপট অব্যাহত

গতকালই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন ভারতের যশস্বিনী সিং দেসওয়াল। রুপো জেতেন ভারতেরই মানু ভাকের। আজ তাঁরা শ্রী নিবেতা পরমানন্থমকে নিয়ে নেমেছিলেন দলগত ইভেন্টে। ড. কার্নি সিং শুটিং রেঞ্জে সোনা জয়ের লড়াইয়ে ভারতের সামনে ছিল পোল্যান্ড। গোল্ড মেডেল রাউন্ডে ভারত স্কোর করে ১৬, পোল্যান্ড ৮-এর বেশি পারেনি। সেকেন্ড কোয়ালিফিকেশনে ভারতের সর্বমোট স্কোর ছিল ৫৭৬। পোল্যান্ডের ৫৬৭। প্রথম কোয়ালিফিকেশনে ছটি সিরিজে ভারতের স্কোর ছিল যথাক্রমে ২৯০, ২৮৭, ২৮৮, ২৮৭, ২৯৩ ও ২৮৭, সবমিলিয়ে ১৭৩১। পোল্যান্ডের শুটারদের স্কোর ছিল ২৮৬, ২৮৩, ২৮৬, ২৮৬, ২৮৬ ও ২৮৭, সবমিলিয়ে ১৭০১।১০ মিটার এয়ার পিস্তলে এরপর ভারতের পুরুষ দলও সোনা জিতেছে। সৌরভ চৌধুরী, শাহজার রিজভি ও অভিষেক ভার্মা এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ১৭-১১ ব্যবধানে পরাস্ত করেন ভিয়েতনামের প্রতিযোগীদের। শটগান রেঞ্জে মহিলাদের স্কিট ইভেন্টে বিশ্বকাপের নিজের প্রথম পদক জিতেছেন জি সেখন। বিশ্ব ক্রমতালিকায় ৮২ নম্বরে থাকা এই শুটার এদিন ৪০ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।

এদিকে এদিনই ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জেতে ভারত। ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর।ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। এই বিভাগে সোনা জেতে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম কোয়ালিফিকেশনে ভারত অবশ্য মার্কিন শুটারদের চেয়ে এগিয়ে ছিল। তবে সোনার পদকের রাউন্ডে ভারত দ্বিতীয় স্থানে ছিল। সোনার পদক জেতার রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোর ছিল ১৬, ভারতের ১৪। মহিলাদের এয়ার রাইফেল ইভেন্টেও সোনা জেতে মার্কিন যুক্তরাষ্ট্র। অপূর্বি চান্দেলা, শ্রীয়াঙ্কা ষড়ঙ্গি ও নিশা কানওয়ারকে নিয়ে গঠিত ভারতীয় দল এই বিভাগে চতুর্থ স্থানে শেষ করেছে। ভারতের স্কোর ছিল ৬২৩.৭, পোল্যান্ড ৬২৪.১ স্কোর করে এই বিভাগে ব্রোঞ্জ জেতে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহীর আল আইনে অনুষ্ঠিত বিশ্ব শুটিং প্যারা স্পোর্ট বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের সিংহরাজ। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে হারিয়ে ২০১৯ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছিলেন।

English summary
Yashaswini Singh Deswal, Manu Bhaker and Shri Nivetha claimed the gold medal in the women's team 10m air pistol event Of ISSF World Cup. Men's Team Won Silver In 10m Air Rifle.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X