For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে কোনও মূল্যে টোকিও অলিম্পিক আয়োজনে অ্যাথলিটদের গণ-টিকাকরণ! কী বলছে আইওসি

যে কোনও মূল্যে টোকিও অলিম্পিক আয়োজনে অ্যাথলিটদের গণ-টিকাকরণ! কী বলছে আইওসি

  • |
Google Oneindia Bengali News

জাপান সরকারের সমর্থন পেয়ে করোনা ভাইরাসের আবহে যে কোনও মূল্যে টোকিও ইভেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশেন বা আইওসি। তা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র সঙ্গে হাত মিলিয়ে অলিম্পিকে অংশ নিতে চলা অ্যাথলিটদের গণ-টিকাকরণের ব্যবস্থা করতে উঠেপড়ে লেগেছে আইওসি।

এগিয়ে এসেছে হু

এগিয়ে এসেছে হু

করোনা ভাইরাসের কারণে এক বছরের জন্য পিছিয়ে যাওয়া অলিম্পিক যাতে বাতিল না হয়ে যায়, সেই আশঙ্কায় আইওসি-কে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে যে তারা যে কোনও মূল্যে টোকিও ইভেন্ট আয়োজন করতে চায়। তাই হু-র সঙ্গে হাত মিলিয়ে আইওসি অলিম্পিকে অংশ নিতে চলা অ্যাথলিটদের গণ-টিকাকরণের উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে খবর।

নাছোড় জাপান সরকার

নাছোড় জাপান সরকার

করোনা ভাইরাসের আতঙ্কে টোকিও অলিম্পিক যেনতেন-প্রকারেণ অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর জাপান সরকার। সে দেশের প্রধানমন্ত্রী ইয়োশিহাইড সুগা নিজেই ইভেন্ট আয়োজনের ইচ্ছাপ্রকাশ করছেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে অতিমারী পরিস্থিতিতে অলিম্পিক বাতিল করা হবে বলে যে খবর ছড়িয়েছে, তা জল্পনা বলে দাবি করা হয়েছে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, ইভেন্ট বন্ধ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বরং জাপানের জাতীয় সরকার, মেট্রোপলিটন প্রশাসন, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন একযোগে ইভেন্ট আয়োজনের চেষ্টায় জুটে রয়েছে বলে জানানো হয়েছে।

অলিম্পিক বাতিলের সম্ভাবনা

অলিম্পিক বাতিলের সম্ভাবনা

খবর রটেছিল যে অতিমারী পরিস্থিতিতে দেশে অলিম্পিকের আসর বসুক, চাইছেন না জাপানের মানুষই। স্বাস্থ্য এবং সুরক্ষাকে প্রাধান্য দিতে গেমস বাতিলের দাবিও নাকি তুলেছেন সে দেশের ৮০ শতাংশ মানুষ। ফলে নড়চড়ে বসেছিল জাপান প্রশাসন। তারই প্রেক্ষিতে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে গেমস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের তরফে জানানো হয়েছিল। উল্টে ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের জন্য বিড জমা দিতে জাপানে তোড়জোর শুরু হয়েছিল বলে খবর।

কবে শুরু হওয়ার কথা ইভেন্ট

কবে শুরু হওয়ার কথা ইভেন্ট

টোকিওয় ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল যে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে গেম।

English summary
IOC is on process to get all athletes vaccinated for COVID 19 in order to save Tokyo Olympic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X