For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাহাজের ছাদে পেশাদার বক্সিং, রাশিয়ান প্রতিপক্ষকে বাচ্চা বললেন অপ্রতিরোধ্য বিজেন্দর

Google Oneindia Bengali News

জাহাজের ছাদে লড়াই। ব্যাটল অন শিপ। ১৯ মার্চ গোয়ায় পেশাদার বক্সিংয়ের জমজমাট লড়াইয়ের আগে হুঙ্কার ছাড়লেন এখনও অবধি অপরাজেয় বিজেন্দর সিং। রাশিয়ান প্রতিপক্ষ উচ্চতায় তাঁর চেয়ে বেশি থাকলেও তাঁকে বাচ্চা বলেই অভিহিত করলেন ভারতের তারকা পেশাদার বক্সার। বিজেন্দরকে তাঁর দেশেই হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী আর্তিশ লপসানও।

ব্যাটল অন শিপ

ব্যাটল অন শিপ

অভিনবভাবে পেশাদার বক্সিংয়ের আসর বসছে ভারতে। গোয়া যেন হয়ে উঠবে লাস ভেগাস। লাস ভেগাসে যেমন জাহাজের উপর বক্সিংয়ের লড়াই দেখা যায়, তেমনটাই হবে গোয়ায়। অনলাইনে দেখা যাবে ব্যাটল অন শিপ। চোখধাঁধানো ম্যাজেস্টিক প্রাইড ক্যাসিনো জাহাজের ছাদে পেশাদার বক্সিং চ্যালেঞ্জে ভারতের অলিম্পিক পদকজয়ী বিজেন্দর সিংয়ের মুখোমুখি হবেন রাশিয়ার ৬ ফুট ৪ ইঞ্চির বক্সার আর্তিশ লপসান। ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত এই লড়াইয়ের প্রতিটি ভিউ থেকে আয় করতে পারবেন বিজেন্দরও। ওটিটি প্ল্যাটফর্মে ফাইট স্পোর্টস থেকে এমন আয়ের সুযোগ ভারতে এই প্রথম।

প্রস্তুতি তুঙ্গে

প্রস্তুতি তুঙ্গে

দুই বক্সারই পৌঁছে গিয়েছেন গোয়ায়। শুক্রবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন দুজনেই। পেশাদার বক্সিংয়ে এখনও অবধি অপরাজেয় বিজেন্দর। বিজেন্দরের প্রতিপক্ষ বছর ২৬-এর লপসানের কেরিয়ারও কম উজ্জ্বল নয়। পেশাদার বক্সিংয়ে ছটি বাউটের মধ্যে দুটি নক আউট-সহ চারটিতে জিতেছেন, একটিতে হেরেছেন, একটি ড্র হয়েছে।

প্রতিপক্ষ বাচ্চা

প্রতিপক্ষ বাচ্চা

প্রতিপক্ষর উচ্চতা কোনও সমস্যা হবে না বলে আত্মবিশ্বাসী বিজেন্দর। তাঁর কথায়, উচ্চতা নয়। বক্সিংয়ে স্ট্রেংথ আর স্ট্র্যাটেজিই আসল। আমার যা অভিজ্ঞতা আছে তাতে লপসান বাচ্চা। আমার অপরাজেয় থাকার রেকর্ড আরও এগিয়ে যাবে ১৯ মার্চের পর। উল্লেখ্য, আটটি নক আউট-সহ পেশাদার বক্সিংয়ে একবারও হারেননি বিজেন্দর, ১২টির ১২টিতেই জিতেছেন। গত নভেম্বরে ঘানার প্রাক্তন কমনওয়েলথ চ্যাম্পিয়ন চার্লস আদামুকে দুবাইয়ে হারিয়ে পেশাদার বক্সিং কেরিয়ারে দ্বাদশ জয় পেয়েছেন তিনি। বিজেন্দর বলেন, আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। বক্সিংয়ের এই দারুণ দিন দেখতে অনেকেই মুখিয়ে আছেন বলে মনে করি। প্রতিপক্ষ যত শক্তিশালী তাঁকে হারিয়ে তত আনন্দ পাই। প্রতিপক্ষকে লড়াইয়ের দিন কোনও সুযোগই দিতে চান না বিজেন্দর।

লপসানও নাছোড়বান্দা

লপসানও নাছোড়বান্দা

কম কথা বলেন। তবে বিজেন্দরকে হারাতে প্রত্যয়ী রাশিয়ান লপসানও। তিনি বলেছেন, বিজেন্দর ভালো বক্সার। তবে আমি এখানে এসেছি তাঁর বিজয়রথ থামাতেই। প্রথম রাউন্ডেই তাঁকে ছিটকে দিতে চাই। তাঁর দেশের মাটিতে হারাতে পারলে সেটা আরও বড় কৃতিত্বের হবে। আমার বিরুদ্ধে কিন্তু বিজেন্দরকে কঠিন লড়াইয়ের সামনেই পড়তে হবে।

English summary
India's unbeaten professional boxing superstar Vijender Singh oozes confidence ahead of 'Battle on Ship'. Vijender and Russia’s 6ft 4-inch boxer Lopsan have arrived in Goa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X