For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

World Badminton Championships: সমাপ্ত স্বপ্নের দৌড়, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় প্রণয়ের

World Badminton Championships: সমাপ্ত স্বপ্নের দৌড়, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় প্রণয়ের

Google Oneindia Bengali News

স্বপ্নের দৌড় সমাপ্ত হল এইচ এস প্রণয়ের। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষ আট থেকে ছিটকে গেলেন সাড়া জাগানো ভারতীয় সাটলার। চিনের প্রতিযোগীর কাছে হেরে বিদায় নিলেন প্রণয়।

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন এইচ এস প্রণয়:

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন এইচ এস প্রণয়:

শুক্রবার টোকিওয়ে চিনের প্রতিযোগী জুন পেং ঝাওয়ের বিরুদ্ধে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন এইচ এস প্রণয়। ভাল শুরু করেও চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় তুলে আনতে ব্যর্থ হন তরুণ প্রতিভাবান সাটলার। প্রথম গেমে ঝাও'কে হারিয়ে পাওয়া অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেননি প্রণয়। পরবর্তী দুই গেমে হেরে জাপান থেকে ভারতে আসার টিকিট কনফার্ম করে ফেলেন তিনি। প্রণেয়র বিরুদ্ধে খেলার ফল ২১-১৯, ৬-২১ এবং ১৮-২১।

লক্ষ্য সেন'কে পরাজিত করে শেষ আটে পৌঁছন প্রণয়:

লক্ষ্য সেন'কে পরাজিত করে শেষ আটে পৌঁছন প্রণয়:

৩০ বছর বয়সী প্রণয় প্রতিযোগীতার নবম বাছাই লক্ষ্য সেনকে ১৭-২১, ২১-১৬ এবং ২১-১৭ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা করে নেন। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেন্টো মোমোতাকে স্ট্রেট গেমে পরাজিত করার পরের দিনই তিনি পরাজিত করেন সেনকে। জাপানের ফেভারিট ছিলেন তিনি। মোমোতাকে তিনি পরাজিত করেন ২১-১৭, ২১-১৬ ব্যবধানে। প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রিয়ার লুকা র্যাবারকে তিনি পরাজিত করেন ২১-১১, ২১-১১ ব্যবধানে।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ডবলসে পদক নিশ্চিত করল ভারত:

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ডবলসে পদক নিশ্চিত করল ভারত:

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারতের চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর এবার পদক নিশ্চিত বিশ্ব ব্য়াডমিন্টনে। এর আগে কখনও বিশ্ব ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে ভারত পদক জিততে পারেনি।

জাপানের ইউগো কোবায়াশি-তাকুরো হোকি জুটিকে ২৪-২২, ১৫-২১, ২১-১৪ ব্যবধনে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিল ভারতীয় জুটি।

চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ব্যর্থতা:

চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ব্যর্থতা:

চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডির জুটি ডবলসে পদক নিশ্চিত করলেও এ বারের বিশ্ব চ্যাম্পিনশিপে ভারতের ব্যর্থতার পরিসংখ্যান অনেক বেশি। সাইনা নেহওয়াল, কিদাম্বী শ্রীকান্ত, এইচ এস প্রণয়, লক্ষ্য সেনের মতো তারকারা যে ভাবে একের পর এক ছিটকে গিয়েছেন তা হতাশ করতে বাধ্য ভারতের ক্রীড়াপ্রেমীদের। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের ম্যাচে চোটের কারণে এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেননি পিভি সিন্ধু।

সাত-আটের দশকের ছবি ফিরল ময়দানে, তুঙ্গে ডার্বির টিকিটের চাহিদা, ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাবের সামনে জনজোয়ারসাত-আটের দশকের ছবি ফিরল ময়দানে, তুঙ্গে ডার্বির টিকিটের চাহিদা, ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাবের সামনে জনজোয়ার

English summary
HS Prannoy's dream run ended after a heartbreaking defeat against Zhao Junpeng in the World Badminton Championships. Prannoy made the headlines when he beat World No 2 and home favourite Kento Momota in this competition.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X