For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

National Sports Awards 2022: দেখে নিন খেল রত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য্য পুরস্কার প্রাপকদের তালিকা

National Sports Awards 2022: দেখে নিন খেল রত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য্য পুরস্কার প্রাপকদের তালিকা

Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি ভবনে ২০২২-এর জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মূ পুরস্কৃত করলেন দেশের তারকা ক্রীড়াবীদের। ২৫ জনের বেশি ক্রীড়াবীদ এই বছর অর্জুন পুরস্কার পেয়েছেন। বর্ষীয়ান টেবিল টেনিস খেলোয়াড় অচন্তা শরথ কমলে সম্মানিত করা হয় অতি গুরুত্বপূর্ণ মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কর দিয়ে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সব থেকে বড় পুরষ্কার এটি।

National Sports Awards 2022: দেখে নিন খেল রত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য্য পুরস্কার প্রাপকদের তালিকা

ভারতের বিভিন্ন তারকা ক্রীড়াবীদকে এই দিনের অনুষ্ঠানে সম্মানিত হতে দেখা যায়। তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানন্ধাকে এ দিন অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়। এই পুরস্কার এই বারের সংস্করণে পেয়েছেন বক্সার নিখাত জারিন। এক নজরে দেখে নিন কারা অর্জুন পুরস্কার পেল।

সীমা পুনিয়া, এলধোস পল, অভিনাশ মুকুন্দ সাবলে, লক্ষ্য সেন, এইচ এস প্রণয়, অমিত, নিখাত জারিন, ভক্তি প্রদীপ কুলকার্নি, আর প্রজ্ঞানন্ধা, দীপ গ্রেস এক্কা, সুশীলা দেবী, সাক্ষী কুমারী, নয়ন মনি সাইকিয়া, সাগর কৈলাস ওভালকর, এলাভেনিল ভালারিভান, ওম প্রকাশ মিথারভাল, শ্রীজা অকুলি, বিকাস ঠাকুর, অংশু, সরিতা, প্রবীন, মনিষা গিরিশচন্দ্র যোশী, তরুণ ঢিলন, স্বপ্ননীল সঞ্জয় পাটিল, জার্লিন অনিকা জে। প্রতি অর্জুন পুরস্কার প্রাপক ১৫ লক্ষ টাকা করে পাবেন।

দ্রোণাচার্য্য প্রাপকদের তালিকা:

জীবনজোৎ সিং তেজা, মহম্মদ আলি কামার, সুমা সিদ্ধার্থ শিরুর, সুজিত মান

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড:

দীনেশ জাওহার লাড, বিমল প্রফুল্ল ঘোষ, রাজ সিং

ধ্যান চাঁদ পুরস্কার ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস ২০২২:

অশ্বিনী আকুঞ্জি সি, ধরমবীর সিং, বি সি সুরেশ, নীর বাহাদুর গুরুং

রাষ্ট্রীয় খেল প্রোৎসহন পুরস্কার ২০২২:

ট্রান্সটাডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনলজি, লাদাখ স্কি অ্যান্ড স্নোবোর্ড অ্যাসোসিয়েশন

মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি ২০২২:

গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃৎসর

নবম এবং দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ হাইকোর্টের নবম এবং দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ হাইকোর্টের

English summary
Here is the list of All Khel Ratna, Arjuna and Dronacharya award recivers in 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X