For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-রাজ্যে শুটিং তারকা মানু ভাকেরের 'জুমলা' স্ট্রাইক! পাল্টা দিলেন মন্ত্রী - জমজমাট টুইট-ডুয়েল

হরিয়ানার ক্রীড়া মন্ত্রী অনিল ভিজ, নগদ পুরস্কারের প্রতিশ্রুতি নিয়ে শুটার মানু ভাকের-এর রাজ্য সরকারের সমালোচনা করার জবাব দিলেন। 

  • |
Google Oneindia Bengali News

ভারতের নয়া শুটিং সেনসেশন মানু ভাকের-কে তীব্র সমালোচনায় জবাব দিলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ। ২০১৮-তে যুব অলিম্পিকে দেশের প্রথম মহিলা শুটার হিসেবে সোনা জিতেছিলেন মানু ভাকের। সেই সময় হরিয়ানা সরকার তাঁকে নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। শুক্রবার এই তরুণ মহিলা শুটার সোশ্যাল মিডিয়ায় নগদ পুরস্কারের প্রতিশ্রুতি না রাখা নিয়ে হরিয়ানা রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন।

এদিন সোশ্যাল মিডিয়াতেই তার উত্তর দেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী। একাধিক পোস্টে তিনি ভাকেরের নিন্দা করেন। দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে হরিয়ানার সরকার। সেই বিষয়টি উল্লেখ করে তিনি জানান, না জেনে শুনে জনসমক্ষে সেই সরকারের সমালোচনা করাটা ঠিক নয়। অন্তত ক্রীড়ামন্ত্রক থেকে বিষয়টি জেনে নিয়ে তারপরে তাঁর এসব বলা উচিত ছিল।

ভিজের পাল্টা জবাব

এদিন অনিল ভিজ নিশ্চিত করেছেন, সঠিক সময়ে প্রতিশ্রুতি মতো ২ কোটি টাকা নগদ ভাকের পাবেন। কিন্তু এই মধুর সঙ্গে নিম মিশিয়ে দিতেও ছাড়েননি তিনি। তিনি জানান, তিনি নিজেও টুইট করে পুরস্কারের কথা জানিয়েছিলেন। ক্রীড়াবিদদের মধ্যে যে শৃঙ্খলাবোধ থাকা উচিত তা ভাকেরের নেই বলে দাবি তাঁর। তিনি জানান তরুণ মানু ভাকেরের সামনে দীর্ঘ পথ পড়ে রয়েছে। তাঁর খেলায় মন দেওয়া উচিত।

ভাকেরের 'জুমলা' আক্রমণ

শুক্রবার ভিজের অর্থ পুরস্কার ঘোষণার টুইটের একটি স্ক্রিনশট নিয়ে মানু ভাকের একটি টুইট করে ভিজের কাছে প্রশ্ন করেছিলেন, 'এটা কি সত্যি না জুমলা।'

কেউ 'গেম' খেলছে

তার আগে আরও এক টুইটে ১৬ বছরের মানু ভাকের অভিযোগ করেছিলেন যুব অলিম্পিকে হরিয়ানার পদকজয়ীদের জন্য ঘোষিত নগদ পুরস্কার নিয়ে সরকারের অন্দরে কেউ 'গেম' খেলছেন। তার জন্যই হাতে আসছে না পুরস্কারের অর্থ।

ছোট ছিলাম, বুঝতাম না

এমনকী রাজ্য সরকারের সমালোচনা করার জন্য কুস্তিগীর যোগেশ্বর দত্তর একটি পুরনো টুইট রিটুইটও করেন মানু। বলেন, আগে চোট ছিলেন বলে এসব তিনি বুঝতেন না। সেই টুইটে যোগেশ্বর দত্ত রাজ্য সরকারের এক নির্দেশিকার সমালোচনা করেছিলেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল হরিয়ানা রাজ্যের সব ক্রীড়াবিদকে বাধ্যতামূলকভাবে তাদের রোজগারের এক তৃতীয়াংশ অর্থ রাজ্য সরকারকে দান করতে হবে। ঐ অর্থ রাজ্যের ক্রীড়ার উন্নয়নে ব্যয় করা হবে।

নয়া তারকা ভাকের

নয়া তারকা ভাকের

২০১৮ সালে ভারতের শুটিং-এ নয়া তারকা হিসেবে উঠে এসেছেন ভাকের। অক্টোবরে বুয়েনস আয়ার্সে তিনি যুব অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। এশিয়াডে অব্শ্য মে়ডাল জিততে ব্যর্থ হয়েছিলেন। তার আগে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও তিনি স্বর্ণপদক পেয়েছিলেন।

English summary
Haryana Sports Minister Anil Vij has hit back at shooter Manu Bhaker for criticizing the state government over the promise of a cash prize.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X