For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে টোকিও অলিম্পিক্সে নো এন্ট্রি ইউরোপীয় চ্যাম্পিয়ন চুমাকের

Google Oneindia Bengali News

ভারোত্তোলনে ইউরোপীয় চ্যাম্পিয়ন দিমিত্রো চুমাক ডোপ কেলেঙ্কারিতে জড়়িয়ে সাসপেন্ড হলেন। সাসপেন্ড হয়েছেন তাঁর কোচও। গত এপ্রিলেই ১০৯ কেজি বিভাগে ইউরোপের সেরা হওয়ায় তাঁকে টোকিও অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল।

ডোপ কেলেঙ্কারিতে জড়ালেন ইউরোপীয় চ্যাম্পিয়ন চুমাক

ইউক্রেনের এই ভারোত্তোলক তাঁর কেরিয়ারে ইউরোপে তৃতীয়বার সোনা জেতেন। টোকিও অলিম্পিক্সের জন্য প্রস্তুতির মধ্যেই তিনি জড়ালেন ডোপ কেলেঙ্কারির মারাত্মক অভিযোগে। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ জানিয়েছে, ৬ মে চুমাককে ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। শুধু তাই নয়, ডোপ পরীক্ষার জাল রিপোর্ট বের করতে তিনি ডোপ কন্ট্রোল অফিসারকে ঘুষ দিতেও চান বলে অভিযোগ।

ডোপ কেলেঙ্কারিতে জড়ালেন ইউরোপীয় চ্যাম্পিয়ন চুমাক

এই অভিযোগের পরই চুমাককে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে। শুনানিতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারা অবধি এই সাসপেনশন বহাল থাকবে। ফলে টোকিও অলিম্পিক্স থেকে তিনি যে ছিটকে গেলেন সেটা বলাই যায়। ২৩ জুলাই থেকে টোকিও অলিম্পিক্স শুরুর কথা। এই ঘটনার জেরে চুমাকের কোচ মিখাইলো মাতসোখাকেও সাসপেন্ড করা হয়েছে।

ডোপ কেলেঙ্কারিতে জড়ালেন ইউরোপীয় চ্যাম্পিয়ন চুমাক

ইউরোপীয় খেতাবজয়ী চুমাকের বিভিন্ন পদক্ষেপ থেকে এটা পরিষ্কার তিনি নিষিদ্ধ বস্তু সেবন করেছেন জেনেবুঝেই এবং সেই কারণেই নমুনা দিতে অস্বীকার করেন। ভারোত্তোলনে অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। দশকের পর দশক ধরে স্টেরয়েড নিয়ে ভারোত্তোলকদের অলিম্পিক্স বা অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে ছিটকে যাওয়ার নজির রয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন চুমাক।

ছবি- ইনস্টাগ্রাম

English summary
European Weightlifting Champion Dmytro Chumak Accused Of Dope Test Bribery. He Was was Considered A Medal Contender For The Tokyo Olympic Games After He Won The European Title In April.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X