For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রভাব, ১২৪ বছরে চতুর্থ বারের জন্য কি বন্ধ হবে অলিম্পিক!

করোনার প্রভাব, ১২৪ বছরে চতুর্থ বারের জন্য কি বন্ধ হবে অলিম্পিক!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে প্রভাবিত বিশ্বে ক্রীড়াক্ষেত্র। স্থগিত কিংবা বাতিল করে দেওয়া হয়েছে বিশ্বের বড় বড় ক্রীড়া ইভেন্ট। তবে অনড় জাপান সরকার। আপদকালীন পরিস্থিতিতেও রাজধানী টোকিও-তে অলিম্পিক আয়োজন করত তারা বদ্ধপরিকর। তারপরেও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হলে, তা হবে ১২৪ বছরের ইতিহাসে চতুর্থ এমন ঘটনা।

ভয়াবহ করোনা

ভয়াবহ করোনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র রিপোর্ট অনুযায়ী ১৭৬ দেশে ছড়িয়ে পড়েছে করোনা। মারণ ভাইরাসের জেরে বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষ। ২০২০ অলিম্পিকের আয়োজক দেশ জাপানে করোনার বলি হয়েছেন ৩২ জন। আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার মানুষ।

কবে শুরু অলিম্পিক

কবে শুরু অলিম্পিক

জাপানের রাজধানী টোকিও-তে ২০২০-র অলিম্পিকের আসর বসার কথা। ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা প্রতিযোগিতা। ৯ অগাস্ট পর্যন্ত চলার কথা 'দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ'। তাতে ২০৬টি দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিটের অংশ নেওয়ার কথা।

বন্ধ হতে পারে অলিম্পিক

বন্ধ হতে পারে অলিম্পিক

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নির্ধারিত সূচি মেনে অলিম্পিক আয়োজনের দাবি তুললেও, তা সম্ভব নাও হতে পারে। করোনার প্রভাব যেভাবে বাড়ছে, তাতে মারণ ভাইরাসে বিপর্যস্ত দেশের অ্যাথলিটদের থেকে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও অলিম্পিক বন্ধ হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও তিন বার বন্ধ হয়েছে 'দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ'।

১৯১৬

১৯১৬

১৯১৬ সালে প্রথমবার বন্ধ হয়েছিল অলিম্পিক। প্রথম বিশ্বযুদ্ধের কারণে জার্মানির বার্লিনে হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট বাতিল করা হয়।

১৯৪০

১৯৪০

১৯৪০ সালে জাপানে বসার কথা ছিল অলিম্পিকের আসর। সেবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছিল।

১৯৪৪

১৯৪৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জারি থাকায় চার বছর পর বা ১৯৪৪ সালে লন্ডনে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা ফের বাতিল হয়ে যায়।

অলিম্পিক বয়কট

অলিম্পিক বয়কট

১৯৮০ সালে রাশিয়ার মস্কোতে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় আফগানিস্তানের ওপর সোভিয়েত ইউনিয়নের প্রাধান্য কায়েমের চেষ্টার প্রতিবাদে প্রতিযোগিতা বয়কট করেছিল আমেরিকা, চিন ও জাপান।

English summary
Effect of coronavirus : Will Olympics be canceled for 4th time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X