For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেনমার্ক ওপেন: সহজেই ফাইনালে সাইনা, শ্রীকান্ত আটকে গেলেন সেমি-তেই

ডেনমার্ক ওপেনের ফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। কিন্তু, কিদম্বি শ্রীকান্তকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল। 

  • |
Google Oneindia Bengali News

শনিবার ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিস্কা তুনজুং-কে উড়িয়ে দিয়ে ডেনমার্ক ওপেনের ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। তবে আরেক ভারতীয় শাটলার কিদম্বী শ্রীকান্ত অবশ্য সেমি ফাইনালেই আটকে গেলেন বিশ্বের এক নম্বর তথা জাপানী তারকা কেন্টো মোমোতার কাছে।

ডেনমার্ক ওপেন, ফাইনালে সাইনা, শ্রীকান্তের বিদায়

শনিবারের ম্যাচে সাইনা ২১-১১ ও ২১-১২ পয়েন্টে একপ্রকার হেলায় হারান গ্রেগরিয়কে। তবে ফাইনালে তাঁর সামনে কড়া প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করে আছে। রবিবার তাঁর মোকাবিলা বিশ্বের ১ নম্বর তারকা তাই জু ইং-এর সঙ্গে।

শুক্রবারই বর্তমানে মেয়েদের ১০ নম্বর সাইনাকে খেলতে হয়েছিল পরিচিত প্রতিদ্বন্দ্বী ৭ নম্বরে থাকা তারকা জাপানের ওকুহারার বিরুদ্ধে। ৫৮ নিনিটের তীব্র লড়াইয়ের পর ১৭-২১, ২১-১৬, ২১-১২ পয়েন্টে জিতেছিলেন সাইনা। তাই শনিবার তাঁর খেলায় ক্লান্তি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু সাইনার খেলায় কিন্তু তার লেশমাত্র ধরা পড়েনি। আসলে ওকুহারার বিরুদ্ধে জয়টা তাঁকে মানসিকভাবে অনেক এগিয়ে দিয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Time to settle scores!💪🇮🇳🎯<a href="https://twitter.com/NSaina?ref_src=twsrc%5Etfw">@NSaina</a> thrashes Gregoria Mariska Tunjung of Indonesia in straight games, 21-11; 21-12 to enter the finals of <a href="https://twitter.com/hashtag/DenmarkOpen750?src=hash&ref_src=twsrc%5Etfw">#DenmarkOpen750</a> for the second time since 2012. Will face-off with World No 1, <a href="https://twitter.com/hashtag/TaiTzuYing?src=hash&ref_src=twsrc%5Etfw">#TaiTzuYing</a> in the finals. <a href="https://twitter.com/hashtag/IndiaontheRise?src=hash&ref_src=twsrc%5Etfw">#IndiaontheRise</a> <a href="https://twitter.com/hashtag/badminton?src=hash&ref_src=twsrc%5Etfw">#badminton</a> <a href="https://t.co/KRZInCIQpF">pic.twitter.com/KRZInCIQpF</a></p>— BAI Media (@BAI_Media) <a href="https://twitter.com/BAI_Media/status/1053639433730355200?ref_src=twsrc%5Etfw">October 20, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কিদম্বী শ্রীকান্ত অবশ্য মোমোতার বিরুদ্ধে সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারেননি। তাঁকে ১৬-২১ ও ১২-২১ পয়েন্টে হারতে হয়। সেমিফাইনালে আগের ম্য়াচে তাঁকেও সাইনার মতোই প্রবল লড়াই করতে হয়েছিল।

দেশীয় প্রতিদ্বন্দ্বী তথা বিশ্বের ২৩ নম্বর ভার্মা তাঁর বিরুদ্ধে ১ ঘন্টা ১৮ মিনিটের লড়াই ছুঁড়ে দিয়েছিলেন। বিশ্বের ৬ নম্বর শ্রীকান্তের সঙ্গে তাঁর ফারাক ছিল না বললেই চলে। শেষ পর্যন্ত ২২-২০, ১৯-২১, ২৩-২১ পয়েন্টে জিতেছিলেন শ্রীকান্ত। সম্ভবত সেই ম্যাচের ক্লান্তিতেই মোমোতার বিপক্ষে একেবারে দাঁড়াতেই পারেননি শ্রীকান্ত।

English summary
Saina Nehwal has entered in the final of the Denmark Open. But, Kidambi Srikanth has been crashed out from the semi-final.&#13; &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X