For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক দীপিকা কুমারীর

Google Oneindia Bengali News

প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক দীপিকা কুমারীর। দলগত রিকার্ভ ও মিক্সড ইভেন্টে সোনা জেতার পর রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতলেন তিনি। ফাইনালে তিনি ৬-০ ব্যবধানে হারালেন এলেনা ওসিপোভাকে। টোকিও অলিম্পিকের আগে শেষ বিশ্বকাপ তথা শেষ ইভেন্টে এই সাফল্য টোকিও অলিম্পিকের তিরন্দাজিতেও ভারতের পদক জয়ের আশা জোরদার করল।

প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক দীপিকার

আজ দীপিকা প্রথম সোনাটি জেতেন ভারতীয় মহিলা রিকার্ভ দলের হয়ে। দুর্বল কলম্বিয়ার কাছে পরাস্ত হওয়ায় ভারতের মহিলা রিকার্ভ দল টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে আজ ফাইনালে দীপিকারা জিতলেন রীতিমতো দাপট দেখিয়ে। চলতি বছর বিশ্বকাপে টানা দুটি সোনা জিতল ভারতের মহিলাদের রিকার্ভ দল। সবমিলিয়ে টানা ৬টি সোনা জয়। ২০১১ সালে সাংহাই, ২০১৩ সালে মেডেলিন, ২০১৩ ও সালে রকলো এবং চলতি বছর গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় মহিলা দল রিকার্ভে সোনা জেতে। সব কটি দলেই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে নজির গড়লেন দীপিকা। তিনিই একমাত্র মহিলা তিরন্দাজ যিনি টোকিও অলিম্পিকে নামার ছাড়পত্র আদায় করে নিয়েছেন।

দীপিকা দ্বিতীয় সোনাটি এদিন জেতেন স্বামী অতনু দাসের সঙ্গে মিক্সড ইভেন্টে জুটি বেঁধে। গত ২৬ এপ্রিল গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপে প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন অতনু দাস। ড্যানিয়েল কাস্ত্রোকে তিনি ফাইনালে হারিয়েছিলেন ৬-৪ ব্যবধানে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মিক্সড রিকার্ভ ইভেন্টে হেরে অতনু ও অঙ্কিতা ভকতকে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার তিনি স্ত্রী দীপিকার সঙ্গে জুটি বেঁধে নামতেই বাজিমাত। প্যারিসের বিশ্বকাপের এই ইভেন্ট থেকে ভারতের ঘরে আসে তৃতীয় সোনা, দিনের দ্বিতীয়। অতনু ও দীপিকা ফাইনালে ৫-৩ ব্যবধানে হারান নেদারল্যান্ডসকে। তারপরই এদিন সোনা জয়ের হ্যাটট্রিক দীপিকা পূর্ণ করেন রাশিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে।

English summary
Deepika Kumari Completes Hattrick Of Gold Medals In Archery World Cup Stage 3 In Paris. Deepika Beat Elena Osipova Of Russia In The Women's Individual Recurve Final After Team And Mixed Event Recurve Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X