For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিনেশ বক্সিংয়ে, ভাবিনা প্যারা টিটিতে! কমনওয়েলথ গেমসের নবম দিনে ভারতের দুই সোনার মেয়ে

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসের নবম দিনে ভারতের ঝুলিতে এলো চারটি সোনা। তার মধ্যে তিনটিই কু্স্তিতে। একটি প্যারা টেবিল টেনিসে। ভিনেশ ফোগাট কুস্তিতে দেশকে সোনা এনে দেন। এর কয়েক ঘণ্টা পরেই প্যারা টেবিল টেনিসে সোনা জেতেন ভাবিনা হাসমুখভাই প্যাটেল। বার্মিংহ্যাম গেমসে এটি ভারতের ত্রয়োদশ সোনা।

ইতিহাসে ভাবিনা

ইতিহাসে ভাবিনা

প্যারা টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলস ৩-৫ ফাইনালে ভাবিনা হারালেন নাইজেরিয়ার ইফেচুকউডে ক্রিশ্চিয়ানা ইকপেওইকে। খেলার ফল ১২-১০, ১১-২, ১১-৯। প্যারা পাওয়ারলিফ্টিংয়ে সুধীর সোনা জেতার পর প্যারা টিটিতে দেশকে প্রথম সোনা এনে দিয়ে ইতিহাসে নাম লেখালেন ভাবিনা। টোকিও প্যারালিম্পিক্সে সিঙ্গলস সি ফোরে রুপোজয়ী ভাবিনা এবারই প্রথম কমনওয়েলথ গেমসে অংশ নেন। অভিষেকেই জিতলেন সোনা। একই বিভাগে ব্রোঞ্জ জেতেন সোনালবেন মনুভাই প্যাটেল। ৩৪ বছরের সোনাল ইংল্যান্ডের সু বেইলিকে হারান ১১-৫, ১১-২, ১১-৩ ব্যবধানে।

সোনার হ্যাটট্রিক ভিনেশের

সোনার হ্যাটট্রিক ভিনেশের

শনিবার ফ্রিস্টাইল কুস্তিতে ৫৩ কেজি বিভাগে সোনা জেতেন ভিনেশ ফোগাট। টোকিও অলিম্পিকে শীর্ষবাছাই হিসেবে নেমে ব্যর্থতা, তারপর ফেডারেশনের সঙ্গে বিতর্ক মানসিকভাবেও অস্বস্তিতে রেখেছিল বছর ২৭-এর এই কুস্তিগীরকে। গত সেপ্টেম্বরে কনুইয়ের অস্ত্রোপচারও হয়। সবমিলিয়ে ১২ মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেল অনেকটাই। কমনওয়েলথ গেমসের কুস্তিতে সোনা জেতার হ্যাটট্রিকের পর তৃপ্ত ভিনেশ বলেছেন, ট্রেনিং ভালো হলেই আমি মানসিকভাবে ভালো থাকি। আমিই জানি এই পদক জেতার জন্য আমাকে কী করতে হয়েছে। গত এক বছরে যে ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে গিয়েছি তাতে এই পদক নিশ্চিতভাবেই স্পেশ্যাল। এই ক্যাটেগরিতে নামা জন্য অনুশীলনে যোগ্য মহিলা কুস্তিগীর না পেয়ে অনূর্ধ্ব ১৫ ছেলেদের সঙ্গেও অনুশীলন করতে হয়েছে ভিনেশকে। টোকিও অলিম্পিকের সময়কার অভিজ্ঞতা আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিল ভিনেশের। যদিও তারপর ডায়েট থেকে অনুশীলনে জোর দেন। লখনউয়ে তাঁর অনুশীলনের জন্য ভিনেশের স্বামীও তাঁর সঙ্গে থাকতে শুরু করেন। পরিবার তাঁর খাওয়া-দাওয়ার উপর বিশেষ গুরুত্বও দেয়। এরই মধ্যে নিজেই নিজের সাইকোলজিস্ট হয়ে উঠেছেন বলে মন্তব্য করেন ভিনেশ। কুস্তিতে ভারত ১২টি ইভেন্ট থেকেই ১২টি পদক নিশ্চিত করেছে।

পদক সংখ্যা ৪০

পদক সংখ্যা ৪০

এরই মধ্যে বক্সিংয়ে ভারত আরও একটি পদক নিশ্চিত করে ফেলল। সুপার হেভিওয়েট (৯২ কেজি) সেমিফাইনালে তিনি নাইজেরিয়ার ইফেয়ানি ওনিয়েকওয়েরেকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন। ফলে তিনিও এই বিভাগে সোনার লক্ষ্যেই পরবর্তী বাউটে নামবেন। এবারের কমনওয়েলথ গেমসে ভারত এখনও অবধি মোট ৪০টি পদক জিতে রয়েছে পঞ্চম স্থানে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ডের পরেই। নিউজিল্যান্ড সোনা জিতেছে ১৭টি, ভারত ১৩টি। নিউজিল্যান্ডের মোট পদক ৪৩টি। ভারত ১৩টি সোনা ছাড়াও জিতেছে ১১টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ। নবম দিনে ভারত বেশ কয়েকটি পদক নিশ্চিত করেছে। ক্রিকেট থেকে হকি, বক্সিং থেকে টেবিল টেনিসে। পদকের সম্ভাবনা রয়েছে ব্য়াডমিন্টনেও।

শনিবার যাঁরা জিতলেন

শনিবার যাঁরা পদক জিতেছেন তাঁরা হলেন: সোনা- কুস্তিতে রবি দাহিয়া, ভিনেশ ফোগাট, নবীন এবং প্যারা টিটিতে ভাবিনা প্যাটেল। রুপো- প্রিয়াঙ্কা (মহিলাদের ১০ হাজার মিটার রেসওয়াক), অবিনাশ সাবলে (পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ), লন বোল পুরুষদের ফোরস টিম। ব্রোঞ্জ- মহিলাদের বক্সিংয়ে জেসমিন, কুস্তিতে পূজা গেহলট ও পূজা সিহাগ। পুরুষদের বক্সিংয়ে মহম্মদ হুসামউদ্দিন, দীপক নেহরা ও রোহিত টোকাস। প্যারা টিটিতে সোনালবেন প্যাটেল।

ভারতের নির্ভরযোগ্য বোলারকে এশিয়া কাপ থেকে ছিটকে দিচ্ছে পাঁজরের চোট! টি ২০ বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়ভারতের নির্ভরযোগ্য বোলারকে এশিয়া কাপ থেকে ছিটকে দিচ্ছে পাঁজরের চোট! টি ২০ বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়

English summary
Commonwealth Games 2022: Two Indian Women Clinch Gold On Day 9, Bhavina Patel In Para TT And Vinesh Phogat In Wrestling. India At Fifth Position Of Medal Standings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X