For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমা মিডিয়া কুরুচিপূর্ণ, অলিম্পিকের শিরোনাম ও ছবির নিন্দায় মুখর চিনা দূতাবাস

টোকিও অলিম্পিকে চিনা ক্রীড়াবিদদের সাফল্যেও ‘কুশ্রী’-চিত্র ব্যবহার করা হয়েছে। এবং তাদের প্রতিবেদনে ‘চিনবিরোধী’ শিরোনাম করা হয়েছে।

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে চিনা ক্রীড়াবিদদের সাফল্যেও 'কুশ্রী'-চিত্র ব্যবহার করা হয়েছে। এবং তাদের প্রতিবেদনে 'চিনবিরোধী' শিরোনাম করা হয়েছে। ওই কুরুচিকর শিরোনাম ও ছবি প্রকাশের জন্য শ্রীলঙ্কার চিনা দূতাবাস পশ্চিমা গণমাধ্যমের সমালোচনায় মুখর হয়েছে। দূতাবাসের অফিসিয়াল হ্যান্ডেলে শনিবার টুইট করে এর প্রতিবাদ জানানো হয়েছে।

পশ্চিমা মিডিয়া কুরুচিপূর্ণ, অলিম্পিকের শিরোনাম-ছবির নিন্দা

অলিম্পিক গেমসের হাজারো ছবির মধ্যে রাইটার্স এমন একটি ছবি বেছে নিয়েছে, যা কেবল কুৎসিতই নয়, তারা রাজনীতি এবং মতাদর্শ থেকে খেলাধুলাকেও এরা বাইরে রাখে না। অথচ এরা নিজেদের নিরপেক্ষ মিডিয়া সংস্থা বলে। আসলে এরা নির্লজ্জ। অলিম্পিকের আসরকেও এরা সম্মান করে না।

রয়টার্সের করা চিনের জিহুই হউয়ের অলিম্পিক সোনাপ্রাপ্তির একটি প্রতিবেদন প্রসঙ্গে এই টুইট করেছিল চিনা দূতাবাস। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন জিহুই। প্রতিবেদনে থাকা ছবিতে অ্যাথলিটকে ভার তোলার মুহূর্তে দেখানো হয়েছে, যাতে তার মুখটি বিকৃত ছিল। ছবিটি এমনভাবেই দেখানো হয়েছিল যেন তিনি ছিটকে গিয়েছেন প্রতিযোগিতা থেকে। অথচ তিনি স্বর্ণপদক পান।

টুইটার ব্যবহারকারীরা অনেকেই নানা মন্তব্য করেছেন। সেখানে খেলাধুলার মুহূর্তগুলি অবিস্মরণীয় করে তোলার জন্য সংবাদসংস্থা ওই ছবি ব্যবহার করতে পারে বলে অনেকে ব্যাখ্যা করেছে। এ সম্পর্কে দূতাবাস বলেছে যে, পশ্চিমা মিডিয়াগুলি কুৎসিত। অ্যাথলিটরা কখনই কুৎসিত নয়, তারা সুন্দর।

দ্বিতীয় বার্তায় দূতাবাসটি চিত্রের পছন্দের ক্ষেত্রে বৈপরীত্য দেখাতে একই দিনে রয়টার্সের বিভিন্ন অলিম্পিকের প্রতিবেদনের চারটি স্ক্রিনশট পোস্ট করেছিল। টুইটারে বেশ কয়েকজন উল্লেখ করেছেন, অন্যান্য চিনা সংবাদপত্রও একই চিত্র ব্যবহার করেছে, যা দূতাবাস 'কুশ্রী' হিসাবে চিহ্নিত করেছে।

এর একদিন পর শ্রীলঙ্কার চিনা দূতাবাস আরেকটি টুইট পোস্ট করেছে। এবার রয়টার্সের প্রতিবেদনের সময় চিনের লি ফ্যাবিন পুরুষদের ৬১১ কেজি ভারোত্তোলন বিভাগে স্বর্ণ জিতেছে। প্রতিবেদনের সাথে থাকা চিত্রটি ছিল হাসিখুশি। এছাড়া সিএনএনের প্রতিবেদনে শিরোনাম নিয়েও প্রতিবাদ জানিয়েছে চিনা দূতাবাস।

দূতাবাসটি সিএনএন-এর অলিম্পিকের প্রথম স্বর্ণপদকের কভারেজের কথা উল্লেখ করেছে। চিনা শুটার ইয়াং কিয়ানের স্বর্ণপদপ্রাপ্তির শিরোনামে লেখা হয়েছে, '২০২০ সালের অলিম্পিকের প্রথম দিনটি চিনের জন্য সোনা দিয়ে শুরু হয়েছে এবং আরও কোভিড সংক্রমণ দিয়ে। তা নিয়ে বিতর্কও মাত্রা ছাড়িয়েছে।

English summary
China embassy slams western media for their ugly Olympics photos and headlines about athlete.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X