For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শব্দাসুরের দাপট বাড়লেই কলার টেনে ধরবে কলকাতা পুলিশ, জানুন কী ব্যবস্থা নেওয়া হয়েছে

শব্দবাজির মাত্রা ৯০ ডেসিবেলের বেশি হলেই কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুর এলাকায় শব্দবাজির দাপট আয়ত্তের মধ্যে রাখতে তৎপর কলকাতা পুলিশ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শব্দবাজির মাত্রা ৯০ ডেসিবেলের বেশি হলেই কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নেবে। সেজন্য শব্দের ডেসিবেল মাপতে ৩০০টি যন্ত্র রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শব্দাসুরের দাপট বাড়লেই কলার টেনে ধরবে কলকাতা পুলিশ

এই যন্ত্রের মাধ্যমে শব্দের মাত্রা বিভিন্ন এলাকায় মেপে ফেলা যাবে। পাশাপাশি তার ভিত্তিতে তল্লাশি অভিযানেও নামা যাবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন, এই প্রসঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে অনেকগুলি বৈঠক হয়েছে। নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন তাঁরা।

এই প্রথম কলকাতা পুলিশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া যন্ত্র হাতে নিয়ে দীপাবলিতে শব্দাসুরের দাপট ঠেকাতে মাঠে নামছে। সেই যন্ত্রের নিরীক্ষণ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

বিধিনিষেধ সত্ত্বেও কলকাতার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ বাজির রমরমা চলছে। শহরতলিতে সেই রমরমা আরও বেশি। রবিবার বাগুইআটিতে নরেন্দ্রনাথ মন্ডল ও গোপালচন্দ্র ঘোষ নামে দুজনকে ৬২ কেজি নিষিদ্ধ বাজি সমেত গ্রেফতার করা হয়েছে। গতবছরে দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি শব্দবাজির দাপট দেখা গিয়েছে। এবছর সেজন্য দক্ষিণ কলকাতার দিকে নজর বেশি থাকবে।

শহরের যে প্রান্তেই হোক পুলিশের কাছে অত্যধিক বাজি ফাটানোর অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কালীপুজো ও দীপাবলিকে নিরাপদ করতে কলকাতা পুলিশ সবরকম ব্যবস্থা নিয়েই মাঠে নামছে।

English summary
West Bengal Pollution Control Board hands over 300 devices to Kolkata Police to monitor noise pollution during Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X