For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার চোখে এতদিন ভাল ছেলে যাঁরা, তাঁদের কুষ্টি-ঠিকুজি দিলেন সোমেন

১৯৯৮ সালেই বিজেপির স্লোগান ছিল জয় শ্রীরাম। বিজেপির স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই বললেন প্রদেশকংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

Google Oneindia Bengali News

১৯৯৮ সালেই বিজেপির স্লোগান ছিল জয় শ্রীরাম। বিজেপির স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। অন্যদিকে অর্জুন সিং এবং মনিরুল ইসলাম যে তৃণমূলের সম্পদ ছিল তা নিয়েও কটাক্ষ করেন তিনি।

মমতাকে কটাক্ষ সোমেনের

মমতাকে কটাক্ষ সোমেনের

হুগলিতে শরৎচন্দ্র ইনস্টিটিউটে ইফতার পার্টিতে গিয়ে প্রশ্নের উত্তরে সোমেন মিত্র বলেন, ট্রেজারি ছিল, অর্জুন ও মনিরুল। তারা বেরিয়ে যাওয়ায় এখন বলছে উৎপাত হচ্ছে।
কটাক্ষ করে সোমেন বলেন অর্জুন সিং তাঁর থেকে ভাল ছেলে ছিল। মনিরুল এতটাই ভাল ছিল যে উনার মেয়ে থাকলে জামাই করতেন। এখন খারাপ কেন প্রশ্ন করেন সোমেন মিত্র।

১৯৯৮-ও বিজেপির স্লোগান জয় শ্রীরাম

১৯৯৮-ও বিজেপির স্লোগান জয় শ্রীরাম

১৯৯৮ সালেই বিজেপির স্লোগান ছিল জয় শ্রীরাম। এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রসঙ্গত তৃণমূল স্থাপনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন
তৃণমূল কংগ্রেস কেন্দ্রে বিজেপির মন্ত্রিসভায় ছিল। একইসঙ্গে তারা রাজ্যে নির্বাচনে লড়াইও করেছিল। এখানে সেই প্রসঙ্গই উল্লেখ করতে চেয়েছেন সোমেন মিত্র।

'বিজেপির উত্থানে তৃণমূলই দায়ী'

'বিজেপির উত্থানে তৃণমূলই দায়ী'

ভোটের প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন, রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে তাঁর অভিযোগ ছিল, কংগ্রেস কিংবা বামদলের দুর্বল দওয়ার কারণে নয়, তৃণমূল কংগ্রেসের কারণেই গেরুয়া পার্টি রাজ্যে জমি পেয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রদেশ
কংগ্রেস সভাপতি।

English summary
West Bengal PCC President Somen Mitra criticised CM Mamata Banerjee on Jai Shri Ram issue.Previously he alleged Mamata Banerjee is responsable for the spread of BJP in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X