For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা ভোটের আগেই রাজ্যে ২ লক্ষ কর্মসংস্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ জুন : দেখতে দেখতে প্রায় পেরিয়ে গেল চারটি বছর। আগামী বছর, অর্থাৎ ২০১৬ সালে ফের রাজ্যে বিধানসভা ভোট। আর সেটা মাথায় রেখেই ভোটের ঘুঁটি সাজাতে নেমে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যে প্রায় ২ লক্ষ নতুন কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, রাজ্যে দু'লক্ষ মানুষকে চাকরি দেওয়া হবে। এর মধ্যে ৭০ হাজার শিক্ষক এবং ৬০ হাজার করে গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' কর্মী নিয়োগ হবে।

বিধানসভা ভোটের আগেই রাজ্যে ২ লক্ষ কর্মসংস্থান হবে : মমতা


এদিন রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বৈঠক ছিল। সেখান থেকে বেরিয়ে এসেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আরও জানান, রাজ্যের সিভিক পুলিশকর্মী ভলান্টিয়ারদের এই মুহুর্তের ২৮০০ টাকা ভাতা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হল।

এই সিভিক ভলান্টিয়াররা ভবিষ্যতে রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া রাজ্যের নানা স্কুলে কাজ করা অস্থায়ী শিক্ষকরা স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ভোটের আগে সাধারণ মানুষকে বোকা বানানোর চক্রান্ত হিসাবে তোপ দেগেছে বিরোধীরা। তবে প্রশাসনের কাজকে আরও মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ বলে বিরোধী দাবি উড়িয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

English summary
West Bengal government to fill 2 lakh vacancies before 2016 assembly polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X