For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের রাস্তায় ঐতিহ্যবাহী ট্রাম চলাচল নিয়ে নয়া সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার

কলকাতা পুলিশের সুপারিশ মেনে শহরের ঐতিহ্যবাহী ট্রাম চলাচলের উপরে কিছুটা বিধিনিষেধ আরোপ করতে চলেছে রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ মার্চ : কলকাতা পুলিশের সুপারিশ মেনে শহরের ঐতিহ্যবাহী ট্রাম চলাচলের উপরে কিছুটা বিধিনিষেধ আরোপ করতে চলেছে রাজ্য সরকার। শহরের ব্যস্ততম যেসমস্ত রাস্তায় ট্রাম চলে সেখানে ট্রামের গতিবিধি নিয়ন্ত্রিত হতে চলেছে বলে জানা গিয়েছে।

বিধানসভায় বিরোধীদের এক প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই মুহূর্তে কলকাতা শহরের রাস্তায় ৮৫টি ট্রাম চলে। যদিও বিরোধী দলের দাবি শহরের রাস্তায় মাত্র ৪০টি ট্রামই পরিষেবা দিচ্ছে।

শহরে ঐতিহ্যবাহী ট্রাম চলাচল নিয়ে নয়া সিদ্ধান্ত নেবে রাজ্য

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শহরের ট্রামের ঐতিহ্যের কথা আমরা সকলেই জানি। তবে কলকাতা পুলিশের সুপারিশ মেনে ও যে সমস্ত রুটে লোকসানের বহর বেশি সেই সমস্ত রুটে ট্রাম চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

তবে ট্রাম ব্যবস্থাকে পুরোপুরি তুলে না দিয়ে অন্য ব্যবস্থা নিতে আগ্রহী রাজ্য। সেকথাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ট্রামকে রেস্তরাঁয় পরিণত করে, পিপিপি মডেলে সাজিয়ে সপ্তাহান্তে শহর ঘুরে দেখানোর জন্য ট্রামকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

English summary
WB Govt to restrict tram movement in congested Kolkata areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X